রংপুরে আওয়ামী লীগের উদ্যোগে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলাসহ করোনা সুরক্ষা সামগ্রী প্রদান

862

Published on আগস্ট 10, 2021
  • Details Image

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক ব্যাবস্থাপনায় রংপুরের মানুষের করোনা চিকিৎসায় পাশে থাকার প্রত্যয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের জন্য হাই ফ্লো ন্যাসাল ক্যানুলাসহ করোনা সুরক্ষা সামগ্রী আজ জেলা প্রশাসক আসিফ আহসান ও সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার এর নিকট হস্তান্তর করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য ও সাবেক এমপি এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সহ-সভাপতি, মহি উদ্দিন মহি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, এ্যাড জিয়াউল হাসান জিয়া, সাংস্কৃতিক সম্পাদক আতিকুল আলম কল্লোল, উপ-দপ্তর সম্পাদক জিন্নাত হোসেন লাভলু, মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আবু সাদাৎ মোঃ শাওন সহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত