821
Published on আগস্ট 10, 2021তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর জীবনসঙ্গীই ছিলেন না, তিনি ছিলেন জাতির পিতার সংগ্রামের সঙ্গী।
বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (৯ আগস্ট) সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ নিজের জীবন বাঁচায়, কিন্তু বঙ্গমাতা জীবন ভিক্ষা চাননি, তিনি নিজের জীবন দিয়ে গেছেন। রেখে গেছেন মানুষের জন্য মমতা ও ভালোবাসা।
প্রতিমন্ত্রী দেশ ও জাতির জন্য বঙ্গমাতার ত্যাগ ও বঙ্গবন্ধুর প্রতিটি সংগ্রামের সাহসী সিদ্ধান্তের পেছনে তার ভূমিকার কথা তরুণ প্রজন্মকে জানানোর ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন অ্যাডভোকেট বলরাম পোদ্দার, শাহে আলম মুরাদ, শেখ মামুন, অরুণ সরকার রানা প্রমুখ।