দক্ষিণ রাউজান ছাত্রলীগের উদ্যোগে ফ্রী ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম

987

Published on আগস্ট 9, 2021
  • Details Image

দক্ষিণ রাউজান ছাত্রলীগের উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে কোভিড-১৯ করোনা ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ফ্রী কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধনের প্রথম দিনে ১৪ নং বাগোয়ান ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে দিনব্যাপী ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এসময় দক্ষিণ রাউজান ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ জাহেদ এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ সালাউদ্দিন বলেন, মহামারী করোনা প্রতিরোধে টিকার কোন বিকল্প নেই, সরকার যেখানে দ্রুত টিকাদানের ব্যবস্থা করেছে, সেখানে অনলাইনে টিকা নিবন্ধন গ্রামের মানুষদের জন্য অনেকটা জটিল হয়ে পড়ছে। তাছাড়া ইউনিয়ন পর্যায়ে টিকা দানের কার্যক্রম শুরু করেছে সরকার। তাদের এই সমস্যা থেকে নিস্কৃতি দিতে বর্তমান এই মহামারী সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এসেছে প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ,দক্ষিন রাউজান শাখা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত