849
Published on আগস্ট 9, 2021বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে কালিয়াকৈরে কর্মহীন মানুষদের মাঝে গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আজাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এবং বোয়ালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে রবিবার কর্মহীন ৫০০ জন মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম, ফুলবাড়ীয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি শাহ আলম সরকার, ফুলবাড়ীয়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মাস্টার, কালিয়াকৈর পৌর যুবলীগের সহ-সভাপতি ইব্রাহিম খলিল বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল সরকার, ফুলবাড়ীয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম সরকার, উপজেলা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ফুলবাড়ী ইউনিয়নের তাঁতী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বিল্লাল, উপজেলা যুবলীগ নেতা শহীদুল ইসলাম, ফুলবাড়ীয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।