কক্সবাজারে গণটিকা কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে সহায়তা করছে ছাত্রলীগ

1353

Published on আগস্ট 8, 2021
  • Details Image

স্বেচ্ছাসেবকের দায়ীত্বে ছাত্রলীগ, টিকা গ্রহনের দায়ীত্ব আপনার, এই স্লোগানকে সামনে রেখে গণ টিকাদান কার্যক্রমে কক্সবাজার জেলা ছাত্রলীগের ৭১ টি ইউনিয়নে ছাত্রলীগ কর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেছে।

সারাদেশের ন্যায় কক্সবাজারেও শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। এই গণটিকা কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে সহায়তা করেছে জেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। ০৭ আগস্ট শনিবার সকাল ১১টায় কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের এয়ারপোর্ট পাবলিক হাই স্কুলে কক্সবাজার পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে গণটিকা কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মামুনুর রশীদ।

এসময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান ও স্থানীয় কাউন্সিলর শাহেনা আক্তার পাখি, মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিমের সমন্বয়ক হাসান তারেক প্রমুখ।

কক্সবাজার পৌরসভায় টিকাদান কার্যক্রমে ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিমের প্রধান সমন্বয়ক ও জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দীন জানান, সকাল থেকে পুরো জেলায় ভারী বৃষ্টি। এরমধ্যেও টিকা নিতে ভীড় করে সাধারণ মানুষ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুসারে স্বেচ্ছাসেবক টিম গঠন করে টিকা কেন্দ্রগুলোতে সহায়তা, পর্যবেক্ষণ ও তদারকি করে ছাত্রলীগের নেতাকর্মীরা। স্বেচ্ছাসেবকরা জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে করোনা প্রতিষেধক টিকা গ্রহণে সহযোগিতা করেছে।  সেই সাথে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়ানো থেকে শুরু করে টিকার কার্ড পূরণ ও টিকা গ্রহণ পর্যন্ত সহায়তা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
 
কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, জেলার ৭০টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় একযোগে টিকা প্রদান করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ৩টি করে টিকাদান বুথ স্থাপন করা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক স্বাস্থ্যকর্মীরা সেখানে নিয়োজিত ছিলো। বয়স্ক ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিয়ে টিকা প্রদান করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি বলেন, ০৭ আগস্ট শনিবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ইউনিয়ন পর্যায়ে গণ টিকাদান কর্মসূচি শুর করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় তৃণমূলের ছাত্রলীগ কর্মীদের নিয়ে আমরা একটক স্বেচ্ছাসেবী টিম গঠন কতেছি। প্রায় ১ হাজার নেতা কর্মী ইউনিয়ন ভিত্তিক ইপিআই টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছে। ছাত্রলীগ কর্মীদের সহায়ক হিসেবে কাজ করায় জেলা ছাত্রলীগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় জনসাধারণ।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত