1092
Published on আগস্ট 7, 2021কুমিল্লার তিতাসে করোনা ভাইরাস প্রতিরোধে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শনিবার ( ৭ আগস্ট) সকালে তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নে এ টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়।
টিকাদান কর্মসূচিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্ববায়ক মোসলেহ উদ্দিন মোসলেমের সভাপতিত্বে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব ও মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ আহমেদ টুটুল ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার।
টিকাদান কর্মসূচিতে বক্তারা বলেন, এই টিকা “সম্পূর্ণ নিরাপদ”। “ভ্যাকসিন নিয়ে কোন সমালোচনা চাই না। বাংলাদেশ সরকার মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দিচ্ছে।
টিকাদান কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম. আজিম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম নাফিউল করিম নাফা, উপ-প্রচার সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বিপ্লব, আরও উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, মুরাদনগর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, দেবিদ্বার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মিজানুর রহমান, বাঙ্গরা বাজার থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আকরাম সহ আরোও অনেকে।