কালিয়াকৈরে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

647

Published on আগস্ট 7, 2021
  • Details Image

গাজীপুর জেলায় কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস যথাযোগ্য উদযাপন উপল্ল্যখে চন্দ্রা পৌর আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল। এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর আওয়ামী লীগ এর সভাপতি সরকার মোঃ মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক শিকদার জহুরুল ইসলাম জয়, জেলা আওয়ামী লীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক শিকদার মোশারফ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, শিল্প সম্পাদক আব্দুর রশিদ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক বেনজীর সরকার বিপুল প্রমুখ।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্যভাবে উদযাপন উপলক্ষ্যে সকল নেতৃবৃন্দ তাঁদের নিজ নিজ মতামত প্রকাশ করেন। মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এড. আ ক ম মোজাম্মেল হক এমপির পরামর্শে ১৫ আগস্ট উপলক্ষ্যে দোয়া, মিলাদ মাহফিলসহ বিভিন্ন মানবকল্যাণমূখী কর্মসূচী হাতে নিবে বলে জানা গিয়েছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত