1657
Published on আগস্ট 7, 2021করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ছয় দিনে ৩২ লাখ মানুষকে টিকা দিতে গণটিকাদান কর্মসূচি চলছে দেশজুড়ে। সকাল ৯টায় ১৫ হাজারের বেশি কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়েছে। সকাল থেকেই কর্মসূচিতে সাড়া দিয়ে টিকাদান কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। বিকাল ৩টা পর্যন্ত ক্যাম্পেইন চললেও মানুষের অনেক আগ্রহ থাকায় নির্ধারিত সময়ের টিকাদানের লক্ষ্য পূরণ হয়ে যাবে, বলছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
যুবলীগের উদ্যোগে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে গতকাল শুক্রবার জুমার নামাজে ইমামদের মাধ্যমে করোনার টিকা গ্রহণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে মুসল্লিদের অবহিত করার কর্মসূচি পালিত হয়েছে। বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মহিউদ্দিন কাসেম যুবলীগের এই কর্মসূচি সম্পর্কে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জীবন ও দেশ বাঁচাতে বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছেন। দেশপ্রেমিক নাগরিক হিসেবে এখন আমাদের দায়িত্ব টিকা গ্রহণ করে দেশকে বাঁচানো। হাইকোর্ট মাজার মসজিদের ইমাম আবদুল কাদের বলেন, করোনা থেকে বাঁচতে টিকা গ্রহণের বিকল্প নেই। নিজেদের সুরক্ষার পাশাপাশি পরিবার ও দেশ বাঁচাতে সবাইকে টিকা নিতে হবে।
এদিকে সারাদেশে করোনা সংক্রমণ রোধে চলমান টিকাদান কর্মসূচি সহজতর ও সফল করতে আওয়ামী যুবলীগের উদ্যোগে স্বেচ্ছাসেবা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা সংক্রমণ রোধে ১১ ইউনিয়নে চলমান টিকাদান কর্মসূচি সহজতর ও সফল করতে আওয়ামী যুবলীগের উদ্যোগে স্বেচ্ছাসেবা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. তাজউদ্দিন আহম্মেদ আজ শনিবার দুপুরে উপজেলার মিরুখালী ইউনিয়ন পরিষদে করোনা টিকাদান কেন্দ্রে এ স্বেচ্ছাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপজেলা যুবলীগ সভাপতি ও মিরখালী ইউপি চেয়ারম্যান আবু হানিফ খানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, উপজেলা যুবলীগ সহসভাপতি আবুল কালাম মোল্লা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, বাবু শরীফ. সগীর মাস্টার, আরিফুর রহমান সোহাগ, আরিফুল ইসলাম, যুবলীগ নেতা রামীম আহমেদ. শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।
চাঁদপুর , মতলব উত্তর অর্ন্তগত ০৫ নং দূর্গাপুর ইউনিয়ন যুবলীগ কর্তৃক কোভিড -১৯ করোনা টিকা প্রদান কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কেন্দ্র ভিত্তিক যুবলীগ স্বেচ্ছাসেবকরা কাজ করছে।
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ টিকা দান কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে বাহারছড়া ইউনিয়ন যুবলীগ।
টেকনাফ পৌরসভা টিকা দান কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে টেকনাফ পৌর যুবলীগ।
টিকা দান কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন যুবলীগ।