1037
Published on আগস্ট 6, 2021বর্তমান বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর ভয়াবহতা বিবেচনা করে সরকারি সহযোগিতার পাশাপাশি আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি'র উদ্যোগে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কার্যালয় টাউন হলে করোনা রোগীদের অক্সিজেন সেবা কেন্দ্র খোলা হয়েছে।
ঝালকাঠিতে করোনা আক্রান্ত রোগীদের জরুরি অক্সিজেন দরকার পরলে নিম্নলিখিত ফোন নাম্বারে যোগাযোগ করে সেবা গ্রহন করতে পারবেন।
মামুন- ০১৯৭১-৫০৬০৭০
মান্না- ০১৭১২-৪২০৫৬২
রাজু- ০১৯১৯-১৫৩৬৪৭
পংকজ- ০১৭৪৬-৬৬৭৩৩২
জায়েদ- ০১৭৪৬-৮৪০৫৭৭
ওয়াসিম- ০১৩০১-২৭৫৬৫০