শোকাবহ আগস্টে যশোর-৩ আসনের সাংসদের উদ্যোগে মাসব্যাপী চলবে ধারাবাহিক কর্মসূচি

1291

Published on আগস্ট 6, 2021
  • Details Image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যশোরে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নওয়াপাড়া ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালে বাহাদুরপুর স্কুল মাঠে দোয়া মাহফিল শেষে গণভোজ বিতরণ করা হয়। গত ১ আগস্ট থেকে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নির্দেশে সদর উপজেলার ১৫ ইউনিয়নে এই ধারাবাহিক কর্মসূচি শুরু হয়েছে। আগস্ট মাসজুড়ে এই কর্মসূচি চলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দাউদ হোসেন দফাদার, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন ও জেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক হায়দার আলী। 

নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি আনোয়ার হোসেন বিপুল বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনা ভাল থাকলে বঙ্গবন্ধুর আর্দশ থেকে জাতিকে কোন অপশক্তি সরাতে পারবে না। আগস্ট মাসে ষড়যন্ত্রর গন্ধ পাওয়া যায়। স্বাধীনতা বিরোধী শক্তি নতুন নতুন ষড়যন্ত্র বাস্তবায়নে মরিয়া হয়ে উঠে। ওইসব অপশক্তিকে সমূলে উপড়ে ফেলতে হবে।’

জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম জাকির হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় ও নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মাসুদুর রহমানের সঞ্চলনায় সংক্ষিত আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান, সাবেক স্বেচ্ছাবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম মিল্টন, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ সাজ্জাদুল হক রিপন, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবাল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিএম জাকির হোসেন, ইউপি সদস্য তাসলিমা ইসলাম নিপা, ইউপি সদস্য আব্দুল সেলিম লেন্টু, সদর উপজেলা যুবমহিলা লীগের সাবেক সহ-সভাপতি জহুরা বেগম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কায়েস আহমেদ রিমু ও রুহুল কুদ্দুস। 

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের জেলা সভাপতি মাহাবুব আলম বিদ্যৎ, সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ শরীফ এ মাসউদ হিমেল, সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তসিকুর রহমান রাসেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রনি হাওলাদার, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত