ডেঙ্গু ও করোনা সচেতনতায় আওয়ামী লীগের ত্রাণ উপকমিটি

771

Published on আগস্ট 4, 2021
  • Details Image

এবার রাস্তায় ও অলিগলিতে ভাসমান মানুষের মাঝে মাস্ক বিতরণ এবং করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। এর আগে করোনার শুরু থেকেই হাই-ফ্লো নজেল ক্যানালা, অক্সিজেন কন্সেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ড স্যানিটাইজার, উন্নত মানের মাস্ক, খাদ্যপণ্যসহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করে।

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম করা হচ্ছে। ত্রাণ ও সমাজকল্যাণ কমিটির সদস্যরা কয়েকটি টিমে বিভক্ত হয়ে রাজধানীসহ সারাদেশেই এই কার্যক্রম পরিচালনা করছেন বলে জানিয়েছেন সংগঠনের সদস্য সচিব সুজিত রায় নন্দী।

তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণের পর এবার রাস্তায় ভাসমান মানুষ যাদের মুখে মাস্ক নেই, তাদেরকে মাস্ক বিতরণ করছি। একই সঙ্গে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে করণীয় কী সেসব নির্দেশনা সম্বলিত একটি পোস্টার হাতে তুলে দিচ্ছি। এই কার্যক্রম আগামী ১৫ দিন চলবে।

আজ মঙ্গলবার সারাদিন রাজধানীর বিভিন্ন স্থানে উপকমিটির সদস্য আখলাকুর রহমান মাইনু, হারুনুর রশিদ, আবদুল বারেক মাতব্বর, আকাশ জয়ন্ত, জান মোহাম্মদ রাসেল, নুরী বেলাল, জাকির জমিদার, খালিদ হোসেন বিপু, রাশেদুল ইসলামসহ অনেকেই মাস্ক ও লিফলেট বিতরণ করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত