977
Published on আগস্ট 4, 2021গত ২৬শে জুলাই থেকে অতিবর্ষণে কক্সবাজার জেলার সদর, রামু, ইদগাঁ, উখিয়া, টেকনাপ, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, পেকুয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন প্লাবনে ঘরবন্দি হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়ান।
এতে জেলা সরকারি কলেজ ছাত্রলীগ, রামু উপজেলা ছাত্রলীগ, টেকনাফ উপজেলা ছাত্রলীগ, চকরিয়া উপজেলা ও পৌরছাত্রলীগ, কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগ, উখিয়া উপজেলা ছাত্রলীগ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ, মহেশখালী উপজেলা ছাত্রলীগ, কক্সবাজার শহর ছাত্রলীগ, পেকুয়া উপজেলা ছাত্রলীগসহ জেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতা কর্মীরা অংশগ্রহণ করে।
জেলা ছাত্রলীগের এই উদ্যোগে জেলার প্রায় ৩ হাজার পরিবার উপকৃত হয় বলে জানান জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন। তিনি বলেন, কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের অনেক শিক্ষার্থীদের বই, খাতা ও জরুরী শিক্ষা উপকরণ পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে বা বন্যার পানিতে বিলীন হয়ে যায়। সেই সকল ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কাছে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করে তাদের পাশে দাঁড়াবে কক্সবাজার জেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতা কর্মীরা।
জেলার প্রত্যেকটা মানুষ ছাত্রলীগকে সুখে দুঃখে আজীবন পাশে পাবেন তাদের সন্তান হিসেবে ও মাননীয় প্রধানমন্ত্রী মাদার অফ হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে।