1345
Published on আগস্ট 3, 2021আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, করোনা প্রতিরোধ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল কলেজ প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়। পরে মাস্ক পরা এবং করোনা ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান একেএম রহমতুল্লাহ এমপি, দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ওয়েস্ট হেলথ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান দেলওয়ার হোসেন, সহসভাপতি প্রকৌশলী সৈয়দ কুদরত উল্লাহ, মো. হুমায়ুন কবির, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা উত্তর যুবলীগের সহসভাপতি কাজী জহিরুল ইসলাম মানিক, আখলাকুর রহমান মাইনু, ডা. হেদায়েতুল ইসলাম বাদল, আরিফ উল্লাহ সরকার, মাহবুবুর রশীদ, এম জেড মেহেদী স্বপনসহ বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।