723
Published on আগস্ট 3, 2021দেশজুড়ে যুবলীগের সকল ইউনিটের নেতাদের রান্না করা খাবারের পরিবর্তে রেশনিং পদ্ধতিতে খাদ্য সামগ্রী বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২ আগস্ট) যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এই সংক্রান্ত নির্দেশনা দেন।
নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে সকল সাংগঠনিক জেলা, মহানগর, থানা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতাদের করোনার এই মহাসংকটকালে কর্মহীন, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে রান্না করা খাবারের পরিবর্তে রেশনিং পদ্ধতিতে খাদ্য সামগ্রী বিতরণের নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রকোপের শুরু থেকেই সারা দেশে অসহায় মানুষদের খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে এবং চিকিৎসা সেবা নিয়ে কাজ করছে যুবলীগ।