ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে করোনা রোগীদের জন্য ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

699

Published on আগস্ট 2, 2021

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে পরিচালিত নগরীর নিরাময় ক্লিনিকে করোনা রোগীদের সেবা প্রদানে মানবতার সেবায় ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করে করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ এম এ ওয়াহেদ। 

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসারে করোনা পরিস্থিতিতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সিলিন্ডার সহায়তা প্রদানের এ মহতি উদ্যোগ গ্রহণ করে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ¦ এম এ ওয়াহেদ কর্তৃক ফিল্ড হাসপাতালে দ্বিতীয় বারের মত করেনা চিকিৎসায় ৫০টি অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম প্রদান অনুষ্ঠান নিরাময় ক্লিনিকে অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ফরিদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু।এ সময়ে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান  অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ মমতাজ উদ্দিন মন্তা, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও ফিল্ড হাসপাতালে প্রথমে ১৫ ও বর্তমানে ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদানকারী বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ এম এ ওয়াহেদ প্রমুখ।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত