শোকাবহ আগস্ট উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচী শুরু

574

Published on আগস্ট 2, 2021
  • Details Image

শোকের মাস আগস্ট উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচী শুরু হয়েছে। যার ধারাবাহিকতায় প্রথমদিন জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অপন, খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে দলটি। রোববার বেলা ১২টার দিকে শহরের লালদিঘীর পাড়স্থ দলীয় কাযালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে শহরের সবগুলো মসজিদের প্রায় দেড় শতাধিক খতিব এবং ইমাম অংশ নেন। সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ এবং কালো পতাকা উত্তোলন করা হয়। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এমপি আশেক উল্লাহ রফিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লে.কনেল (অব:) ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, এডভোকেট তাপস রক্ষিত ও জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেনসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।

পরে কালো ব্যাজ ধারণ ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা সদর মসজিদের মাওলানা আনোয়ার হোসেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত