565
Published on আগস্ট 1, 2021শনিবার ( ৩১ জুলাই) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলীয় কার্যালয়ে রোগী ও মরদেহ পরিবহনের জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা'র পক্ষ থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশের চন্দনাইশ টিমকে এ্যম্বুলেন্স উপহার দিয়েছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। এছাড়াও পক্ষ কালীন সচেতনতা কর্মসূচির উদ্বোধন করা হয়। পাশাপাশি অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য এবং করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে, এন৯৫ মাস্ক, সাবান, হ্যান্ডসেনিটাইজার।
অনলাইনে যুক্ত হয়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার, সৈয়দ আব্দুল আউয়াল শামীম।
চট্টগ্রাম থেকে অনলাইনে যুক্ত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ত্রাণ উপকমিটির সদস্য কাইয়ুম চৌধুরী। গাউসিয়া কমিটি বাংলাদেশের চন্দনাইশ টিমের নেতাদের হাতে এ্যম্বুলেন্সের চাবি তুলে দেন তারা।
এছাড়াও যে সকল সংগঠন ও প্রতিনিধিদের মাঝে খাদ্য ও করোনা সামগ্রী বিতরণ করা হয় : ইব্রাহিম মোহাম্মদ ডুপ্লে বালক এতিমখানা, আঞ্জুমান এবিএমজি কিবরিয়া বালিকা এতিমখানা, ঢাকা অরফানেজ সেন্টার, বৌদ্ধ রাজিক মহাবিহার অনাথালয়, বটমলী হোমস অনাথালয়, জয়বাংলা সাংস্কৃতিক জোট, সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি, সূত্রাপুরের গৌর হরিসভা সংঘ, স্বপ্নের ফেরিওয়ালা সামাজিক সংস্থা, ধানমন্ডিট, স্বাধীনতা যুব উন্নয়ন সমবায় সমিতি।
এসময় আরও উপস্থিত ছিলেন উপকমিটির সদস্য ডা: হেদায়েতুল ইসলাম বাদল, আখলাকুর রহমান মাইনু, হাসিবুর রহমান বিজন, হারুনর রশীদ, আব্দুল বারেক,বেলাল মোহাম্মদ নূরী,মাহবুবুর রশীদ, আরিফুল্লাহ সরকার, আকাশ জয়ন্ত, ইঞ্জিনিয়ার আবুল কাশেম সিমান্ত, রাশেদুল ইসলাম, ঈদ্রিস আহমেদ মল্লিক, আমিনুল ইসলাম মাতুব্বর, তাজুল ইসলাম, ইমরান সোনার,আবদুল্লাহ আল মাসুম, ফারুকুজ্জামানসহ অন্যরা।