শতভাগ জনগনকে করোনা টিকা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান

855

Published on জুলাই 31, 2021
  • Details Image

জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় জনগণকে করোনা টিকা গ্রহণে উদ্ধুদ্ধ করার পাশাপাশি টিকাদান প্রক্রিয়া আরও সহজতর করার লক্ষ্যে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে করোনা টিকা রেজিষ্ট্রেশন বুথের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা.মোঃ মুরাদ হাসান এমপি।

গতকাল সন্ধ্যায় পৌর এলাকার মুক্তিযোদ্ধা সংসদ মোড়ের উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ রেজিষ্ট্রেশন বুথের উদ্বোধন করেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষ যেন অভুক্ত না থাকে, চিকিৎসাবঞ্চিত না হয়, সেজন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবেকাজ করে যাচ্ছেন। চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে এবং শতভাগ জনগনকে টিকা দান নিশ্চিত করা লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন সরিষাবাড়িতে আমার উদ্যোগে আরো ১৮ টি বুথে রেজিস্ট্রেশন এবং স্বাস্থ্যসুরক্ষা সেবা প্রদান করা হচ্ছে।বুথের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়েও রেজিষ্ট্রেশন এবং স্বাস্থ্যসুরক্ষা সেবা প্রদান করা হচ্ছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত