খুলনায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের সৌজন্যে অক্সিজেন সেবা কার্যক্রম অব্যাহত

1121

Published on জুলাই 31, 2021
  • Details Image

বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সুযোগ্য সম্মানিত পরিচালক খুলনার জনপ্রিয় ব্যাক্তিত্ব জননেতা শেখ সোহেল এর সৌজন্যে খুলনা মহানগরীতে "শেখ সোহেল অক্সিজেন ব্যাংকে"র মাধ্যমে করোনা রোগীদের জন্য সার্বক্ষণিক ২৪ ঘন্টা সকলের জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের এবং শেখ জুয়েল ২৪ ঘন্টা ফ্রি এম্বুলেন্স'র সার্ভিসের জন্য হটলাইন নম্বর-০১৭১১৩৫১০৩১, ০১৯৭১৯৩০৬১১, ০১৭১১৩৯৮১৭৩,০১৬৭৪০৪৯১০৭, ০১৯১৪০৮২৬৯৯  অফিস-০১৪০৩৪৭৭০৯৭

এই নম্বরগুলোতে ফোন করলে তাত্ক্ষণিক অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে বাসাবাড়িতে এবং হাঁসপাতাল গুলোতে।"ঘরে থাকুন, নিজে ও নিজের পরিবারকে রক্ষা করুন" এই স্লোগানকে সামনে রেখে করোনাকালীন এই মুহূর্তে খুলনা মহানগরীতে খুলনা মহানগর ছাত্রলীগের নিবেদিত একদল চৌকস নেতাকর্মী জীবনের ঝুঁকি নিয়ে সার্বক্ষণিক ২৪ ঘন্টা এই মহতী ও মানবিক সেবা কার্যক্রম অংশীদারিত্বে দিনরাত অক্লান্ত পরিশ্রম ও সারারাত জেগে নির্ঘুম রাত কাটিয়ে "শেখ সোহেল অক্সিজেন ব্যাংকে"র অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে বাসার দোরগোড়ায় এবং হাঁসপাতাল গুলোতে।এছাড়া খুলনা মহানগর যুবলীগের সার্বিক তত্বাবধানে "শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংক" কার্যক্রম ও চলছে।

করোনার ধকল না কেটে যাওয়া পর্যন্ত এই মহতী ও মানবিক সেবা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।জননেতা শেখ সোহেল এবং করোনাকালীন ফ্রন্টলাইনের সম্মুখ যোদ্ধাদের জন্য সবসময় শুভ কামনা,সুস্থ্যতা ও সার্বিক সফলতা কামনা করে দোয়া ও আশীর্বাদ করেছেন সেবা গ্রহীতারা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত