করোনায় মৃত বৃদ্ধার পাশে নেই স্বজন, দাফন করল যুবলীগ

813

Published on জুলাই 30, 2021
  • Details Image

অবশেষে করোনাভাইরাসে মারা যাওয়া ঢাকার দোহার উপজেলার পশ্চিম সুতারপাড়া এলাকায় জুলেখা বেগমের (৬৫) পাশে তার স্বজন ও প্রতিবেশীরা ছিল না। খবর পেয়ে ওই বৃদ্ধার দাফন ও গোসলের ব্যবস্থা করলেন দোহার উপজেলা যুবলীগ নেতারা।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ঢাকার দোহার উপজেলার পশ্চিম সুতারপাড়া এলাকার বাসিন্দা, তোফাজ্জল হোসেনের স্ত্রী জুলেখা বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এ সময় তার আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা জুলেখার গোসল ও দাফন কাজ থেকে বিরত থাকেন ও ভয়ে কেউ তার বাড়িতে আসেনি। জুলেখার দুই ছেলে প্রবাসে থাকায় বাড়িতে কোনো পুরুষ নেই বলে প্রতিবেশীরা জানান।

দোহার উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ বলেন, সংবাদ পেয়ে উপজেলা যুবলীগ নেতারা করোনাভাইরাসে মৃত জুলেখা বেগমের দাফন ও গোসলের ব্যবস্থা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগ সভাপতি আলমাস উদ্দিন, যুবলীগ নেতা লাসুদ মোল্লা, মোশারফ হোসেন, সাদ্দাম হোসেন, পবন, শিপন মাহমুদ, আ. সালাম. শেখ শহিদ আলী আকবর, শাজাহান মুফতি মো. নুরুল ইসলাম।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত