বন্যার্তদের পাশে ছুটে গেল কক্সবাজার জেলা ছাত্রলীগ

1385

Published on জুলাই 29, 2021
  • Details Image

কক্সবাজারে টানা ৪ দিনের অতিবৃষ্টিপাতে বন্যায় পানিবন্দিদের পাশে ছুটে যান কক্সবাজার জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার বিকেলে রামুর কলঘর বাজার সংলগ্ন নতুন চরপাড়া গ্রামে শতাধিক বন্যার্ত পরিবারের পাশে ত্রাণ নিয়ে ছুটে যান কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।

বন্যার পানিতে প্লাবিত গ্রামের সাধারণ মানুষ পানিবন্দি হয়ে অনাহারে দিনাতিপাত করছে তারা। এই দুর্যোগ মোকাবেলায় তাদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়াই ছাত্রলীগের উদ্দেশ্য বলে জানান জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।

তিনি আরো বলেন ,বাংলাদেশ ছাত্রলীগ সদা আপামর জনতার সংকটে, সংশয়ে ও দুর্যোগে নিজেকে নিয়োজিত রাখতে অভ্যস্ত।

বন্যায় কবলিত স্থানীয়রা জেলা ছাত্রলীগের এমন দুর্যোগকালীন সময়ে তাদেরকে পাশে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন,” সাদ্দাম আমাদের কোমরসম পানিতে এসে নিজ হাতে সাহায্য করে গেছেন। ছাত্রলীগের এমন মানবিক দৃষ্টান্ত আমাদের যুগ যুগ মনে থাকবে।”

ছাত্রলীগের এই কার্যক্রম জেলার অন্যান্য বন্যা কবলিত গ্রামে ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে জানান ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত