528
Published on জুলাই 28, 2021ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মহামারি করোনাভাইরাস আক্রান্ত রোগী ও সাধারণ রোগীদের ফল ও খাদ্য সামগ্রী উপহার প্রদান করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ডে এসব ফল ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন।
এর আগে, এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাষানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাসেম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক স্বরুপ মালাকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মমিরুল ইসলাম সুমন প্রমুখ।
আলোচনা সভা শেষে করোনা রোগীদের চিকিৎসায় কর্মরত চিকিৎসক ও নার্সদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
সৌজন্যেঃ বাংলাদেশ প্রতিদিন