পরিবহন শ্রমিকদের ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দিল ডিএসসিসি

692

Published on জুলাই 28, 2021
  • Details Image

পরিবহন শ্রমিকদের জন্য ১০০ মেট্রিক টন চাল উপ-বরাদ্দ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

এছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ, কর্মহীন পরিবহন শ্রমিকদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে ঢাকার নয়জন সংসদ সদস্যকে ২০ লাখ টাকা উপ-বরাদ্দ দেয়া হয়। 

বুধবার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।

এ বিষয়ে ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘লকডাউনের ফলে দীর্ঘদিন ধরেই গণপরিবহন বন্ধ। ফলে গণপরিবহনে কর্মরত পরিবহন শ্রমিকদের কষ্ট করে দিনাতিপাত করতে হচ্ছে। সেই প্রেক্ষিতে ফুলবাড়িয়া, গুলিস্তান ও সায়েদাবাদে যে বিপুল সংখ্যক পরিবহন শ্রমিক কাজ করেন, তাদের জন্যই আমাদের এই বরাদ্দ দেয়া হয়েছে।’

Live TV

আপনার জন্য প্রস্তাবিত