চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ পেল ৫০০ অসহায় পরিবার

590

Published on জুলাই 28, 2021
  • Details Image

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের ব্যক্তিগত উদ্যোগে নগরের ৫০০ কর্মজীবী ও নির্মাণশ্রমিকের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) দুপুরে নগরের চান্দগাঁও থানার টেকবাজার কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব ত্রাণ বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘করোনা মহামারির এ দুর্যোগ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের প্রত্যেক সামর্থ্যবান নেতাকর্মীকে অসহায় ও কর্মহীন মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা বাস্তবায়নে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন কর্মহীন মানুষের সহায়তার উদ্যোগ গ্রহণ করেছেন। দলের আদর্শকে ধারণ করে তার এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’

ত্রাণ বিতরণের উদ্যোক্তা আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘করোনার তৃতীয় ঢেউয়ের আঘাতে দেশের সকল শ্রেণি-পেশার মানুষ অসহায় ও কর্মহীন হয়ে পড়েছে। চলমান এই অস্থিতিশীলতা মোকাবিলায় শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের এই প্রচেষ্টার সঙ্গে দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ আজ সময়ের দাবি। এ ক্রান্তি সময়ে মানুষের সেবা করতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি।’

অনুষ্ঠানে জাতীয় শ্রমিক লীগ সহ-সভাপতি শফর আলী, শ্রমিক নেতা আলী আকবর, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুদ্দিন খালেদ, কেএম শহীদুল্লাহ ও নগর যুবলীগের সদস্য নঈম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত