784
Published on জুলাই 23, 2021মহামারি করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন অসহায় দুস্থরা পেল বাংলাদেশ আওয়ামী যুবলীগের রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী।
বৃহস্পতিবার (২২ জুলাই) বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট শওকত হায়াতের উদ্যোগে এ,এন,এম,সোলায়মান ফাউন্ডেশন অর্থায়নে
উনার গ্রামের বাড়িতে রেশন কার্ডে মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনিবার্হী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সদস্য মোজাম্মেল হোসেন মিশু, জহিরুল আমিন জহির,লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাধারন সম্পাদক আবদুল আল নোমান,ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবদুর রাজ্জাক রাছেল, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ,দিঘলী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা,চরশাহী ইউনিয়ন যুবলীগের জয়নাল আবেদীন সহ প্রমূখ।
যুবলীগ নেতা শওকত হায়াত বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস ফরশ ও সাধারন সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহ্বানে, চলমান লকডাউনে কর্মহীন অসহায় দুস্থদের মাঝে এসব রেশন কার্ডের মাধ্যমে কেন্দ্রীয় যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ চলমান থাকবে।