কালিয়াকৈরে পৌর আওয়ামী লীগের ঈদ উপহার বিতরণ

948

Published on জুলাই 19, 2021
  • Details Image

গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভায় তৃণমূলের নেতাদের বাসায় বাসায় ঈদের উপহার বিতরণ করা হচ্ছে। গত এক সপ্তাহ যাবত পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের অধীনস্থ ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ২৯টি মহল্লার সভাপতি ও সাধারণ সম্পাদকদের বাড়ি বাড়ি সশরীরে যেয়ে ঈদ উপহার বিতরণ করেন কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য সরকার মোঃ মোশারফ হোসেন জয়।

কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য সরকার মোঃ মোশারফ হোসেন জয় বলেন, আমি সবসময় চেষ্টা করি তৃণমূলের নেতৃবৃন্দের সুখে দুঃখে থাকতে। তাঁরা আমাকে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতির যে গুরুদায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব আমি সবসময় সফলতার সাথে পালন করার চেষ্টা করি। আমি বিশ্বাস করি তৃণমূলই আওয়ামী লীগের শক্তি, এবং এই শক্তিকে ধরে রাখায় আমাদের দায়িত্ব।

আমি চেষ্টা করেছি প্রতিটি নেতাদের বাসায় যেয়ে তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এড. আ.ক.ম মোজাম্মেল হক এমপি’র সালাম ও শুভেচ্ছা তাদের মাঝে পৌঁছে দিয়েছি এবং আগামী দিনের তাদের সকলকে দলে সক্রিয় হওয়ার অনুরোধ জানাই, এবং তাঁরা আবার অনুরোধ রাখবে বলে আশ্বাস প্রদান করেন। এছাড়াও কালিয়াকৈর পৌরসভা ও পৌরসভার মানুষকে নিয়ে আমার এক নির্দিস্ট স্বপ্ন আছে, সেই স্বপ্ন পূরণে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

প্রতিবছর তার এই কারযক্রম অব্যাহত থাকবে বলে জানান। এসময় এই কার্যক্রম গ্রহণ করায় কালিয়াকৈর পৌরসভার সকলস্থরের নেতৃবৃন্দ কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত