শ্রীপুরে কর্মহীন পাঁচ শ মানুষ পেল খাদ্যসহায়তা

684

Published on জুলাই 19, 2021
  • Details Image

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের টেংরা গ্রামের এক দিনমজুরসড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় দুই মাস ধরে ঘরে শয্যাশায়ী। টানা দুই মাস কাজ করতে না পেরে তীব্র অভাব দেখা দেয় তার সংসারে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে তাকে ফোন করেন তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ লিয়াকত ফকিরকে। পরে খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে প্রায় এক ঘণ্টার ব্যবধানে মুহাম্মদ লিয়াকত ফকির ওই দিনমজুরের ঘরে পৌঁছে দেন নগদ টাকাসহ খাদ্যসামগ্রী।

শুধু ওই দিনমজুরকেই নয়, আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তেলিহাটী ইউনিয়নের বিভিন্ন গ্রামের করোনা মহামারির জন্য কর্মহীন ৩০০ দরিদ্র মানুষকে দেন নগদ ৫০০ করে টাকা। এ ছাড়া ২০০ জনকে দেন ঈদসামগ্রী। এই ঈদসামগ্রীর মধ্যে রয়েছে চিনিগুড়া চাল, ডাল, সেমাই, চিনি ও ভোজ্যতেল। ওই সময় করোনায় স্বাস্থ্যবিধির পরামর্শ দিয়ে প্রত্যেককে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারও দেন তিনি।

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে মুলাইদ গ্রামের রাজ্জাক প্লাজার সামনে নগদ টাকাসহ ওইসব ঈদসামগ্রী বিতরণ করেন মুহাম্মদ লিয়াকত ফকির। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত