৮০ শতাংশ মানুষকে বিনামূল্যে টিকার আওতায় আনতে কাজ করে যাচ্ছে সরকার

3002

Published on জুলাই 16, 2021
  • Details Image

৮০ শতাংশ মানুষকে সরকারিভাবে বিনামূল্যে টিকার আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। গতকাল (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১ কোটি ২ লাখ ২২ হাজার ১৬৫ জন টিকার জন্য নিবন্ধন করেছেন। এপর্যন্ত টিকার আওতায় এসেছেন ১ কোটি ৯ লাখ ৩০ হাজার ১৩১ জন মানুষ।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ১ কোটি ১ লাখ ১৬ হাজার ৭৭১ জন মানুষ; সিনোফার্মের টিকা নিয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ৮০৮ জন। ফাইজারের টিকা নিয়েছেন ৪৬ হাজার ৯৮১ জন; আর মডার্নার টিকা নিয়েছেন ১ লাখ ১২ হাজার ৫৭১ জন।

টিকা গ্রহণকারীদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬৬ লাখ ৩১ হাজার ১৩৪ জন। প্রথম ডোজ গ্রহীতাদের মধ্যে পুরুষ ৪০ লাখ ৯২ হাজার ৩ জন, আর নারী ২৫ লাখ ৩৯ হাজার ১৩১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৯৯৭ জন। দ্বিতীয় ডোজ গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৪৬ হাজার ৬৬০ জন। আর নারী ১৫ লাখ ৫২ হাজার ৩৩৭ জন।

বিভিন্ন দেশ ও কোভ্যাক্স থেকে আগামী মাসের মধ্যেই আরো ২ কোটি কোভিড-১৯ টিকার ডোজ এসে পৌঁছাবে। ভারত থেকে টিকা আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপের পর টিকার সাময়িক সংকট হলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক তৎপরতার কারণেই আমরা স্বল্প সময়ে বিভিন্ন সোর্স থেকে টিকা এনে সেই সংকট কাটিয়ে উঠতে পেরেছি।

সুরক্ষা প্লাটফর্মে নিবন্ধন করে টিকা নিন ও অন্যকেও নিবন্ধন করতে ও টিকা নিতে উৎসাহিত করুন। বাসার বাইরে সার্বক্ষণিক মাস্ক পরিধান করুন ও অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলুন।

তথ্যসূত্র: স্বাস্থ্য অধিদপ্তর।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত