স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির রংপুর বিভাগীয় করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

794

Published on জুলাই 16, 2021
  • Details Image

বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির উদ্যোগে রংপুর বিভাগীয় করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপকমিটির চেয়ারম্যান ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা: রুহুল হক এমপি।

সভা সঞ্চালনা করেন স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও উপকমিটির সদস্য সচিব ডা: রোকেয়া সুলতানা এবং উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্মানিত সভাপতি ডা: ইকবাল আর্সলান।

উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক অধ্যাপক ডা: আবু তাহের। সভার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন ঢাকা বিভাগ করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক ডা:মোতাহার হোসেন রতন।

ডা: আবু তাহের কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামরী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক, সিভিল সার্জন, জেলা বিএমএ এবং জেলা স্বাচিপ নেতা ও কর্মীবৃন্দ সমন্বয় করে করোনা প্রতিরোধে তার বিভাগের বর্তমান অবস্থান সম্পর্কে সবাইকে অবহিত করেন এবং পরবর্তী করনীয় সম্পর্কে সুন্দর পরামর্শ দেন।

এছাড়াও সভায় স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত