595
Published on জুলাই 14, 2021নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, প্রয়াত আওয়ামী লীগ নেতা ও নড়াইল জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মেয়র মোঃ জাহাঙ্গীর বিশ্বাসের স্মরণে নড়াইল জেলার বাস ড্রাইভার, হেলপার, কন্ট্রাক্টর তথা ২০০ জন বাস শ্রমিকদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে খাদ্য সামগ্রী পাঠিয়েছেন।
নড়াইল-২ আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে নড়াইল জেলা বাস মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়নের স্বেচ্ছাসেবীরা। এসময় বাস শ্রমিকদের মাঝে সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষ থেকে উপহার পৌঁছে দেন জেলা বাস মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাউন্সিলর কাজী জহিরুল হক এবং বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ।
এসময় বাস শ্রমিকদের পক্ষ থেকে উপহার গ্রহণ করেন ড্রাইভার জাকির, অহিদ, তবিবার ও হেল্পার নিহার সাহা। বাস শ্রমিকদের এই সংকটকালে আবারো তাদের পাশে দাঁড়ানোয় বাস মালিক সমিতির পক্ষ থেকে মানবিক সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজার প্রতি কৃতজ্ঞতা জানান বাস মালিক সমিতির সভাপতি ও নড়াইল জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন আলম।
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী জহিরুল হক জানান,মাননীয় সংসদ সদস্য প্রথম থেকেই নড়াইলের বাস শ্রমিকদের পাশে আছেন।তিনি এর আগেও খাদ্য সামগ্রী দিয়েছেন। মাশরাফী বিন মোর্ত্তজা বাস শ্রমিকদের কথা মনে রেখে তাদের পাশে দাঁড়িয়েছেন,এটা আমাদের জেলার সমগ্র শ্রমিকদের জন্য অনেক সৌভাগ্যের বিষয় ও আনন্দের খবর-বলে জানান নড়াইল জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ।
বাস শ্রমিকদের পাশে বন্ধুর মতো,আপনজনের মতো থেকে তাদের সন্তানদের মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করতে তাদের পাশে থাকা মাশরাফী বিন মোর্ত্তজা এমপির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান ড্রাইভার জাকির। মাশরাফী বিন মোর্ত্তজাকে সত্যিকারের জননেতা উল্লেখ করে হেল্পার নিহার সাহা বলেন, আমাদের এমপি সাহেব পোস্টারের জননেতা না,সত্যিকারের জননেতা।