1139
Published on জুলাই 14, 2021নাটোর নলডাঙ্গায় ১৩ জুলাই মঙ্গলবার বেলা ১২ টায় নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে নাটোর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, পৌর মেয়র মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, নারী ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার প্রমুখ। উক্ত উনুষ্ঠানে নাটোর ও নলডাঙ্গা উপজেলার নেতাকর্মী উপস্হিত ছিলেন।
এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি মরণব্যধী ক্যান্সার রোগে আক্রান্ত ৩৩ জনকে প্রত্যেকের মধ্যে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন মোট ১৬,৫০,০০০/=, শারিরীক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ৯ টি হুইল চেয়ার বিতরণ করেন, এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুস্থ্য মহিলাদের ২৭ টি সেলাই মেশিন বিতরণ করেন। এছাড়া ও মাধনগরে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত নাপিত, চা বিক্রেতা ও অসহায়দের মাঝে ১৪৫ জনকে নগদ ১,০০০/= করে, মোট ১,৪৫,০০০/= টাকা বিতরণ করেন।