1298
Published on জুলাই 14, 2021'মুজিববর্ষে অঙ্গীকার করি, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ি' এই বার্তা নিয়ে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ নেতা মোঃ আমিনুল ইসলাম।
লকডাউনে না খেয়ে মানুষ গুলোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে একটি মোবাইল ফোন নম্বর (০১৭১২-৭০৩২৪০)। এই নম্বরে ফোন করে অসহায় কোনও মানুষ তাদের সমস্যার কথা জানালেই তার ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এমনকি রাতের বেলাও অনেকটা গোপনে মানুষের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী। খাদ্য সামগ্রীতে রয়েছে চাল, ডাল, তেল, হলুদ, মরিচ, পিয়াজ ইত্যাদি। এখন পর্যন্ত তিনি প্রায় ১৩০০ নিম্ন আয়ের মানুষের ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন।
আমিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে যারা ঘরে অবস্থান করেছেন তাদের ঘরে ঘরে গিয়ে খাবার পৌছে দিচ্ছি। সরকারি নির্দেশনা মেনে চলুন, আপনি ভাল থাকবেন, আপনার আপনজন ভাল থাকবে, তথা দেশ ভাল থাকবে।