করোনা প্রতিরোধ ও প্রতিকারে বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকা বিষয়ে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির ময়মনসিংহ বিভাগীয় ভার্চুয়াল সভা

469

Published on জুলাই 14, 2021
  • Details Image

১৩ জুলাই ২০২১ স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন উপকমিটির চেয়ারম্যান ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা:রুহুল হক এমপি, সভা সঞ্চালনা করেন স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও উপকমিটির সদস্য সচিব ডা: রোকেয়া সুলতানা।

ময়মনসিংহ বিভাগীয় করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক ডা: জাকিয়া নূর লিপি এমপি ,করোনা প্রতিরোধে তার বিভাগের কর্ম পরিকল্পনা উপস্হাপন করেন এবং জেলা ও উপজেলায় কিভাবে সমন্বয় করা যায় তা নিয়ে সুন্দর বক্তব্য দেন। সভা উপস্থাপনা করেন ডা: পুরবী দেবনাথ , সদস্য স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।

সভা সমন্বয়কের দায়িত্ব পালন করেন ঢাকা বিভাগ করোনা প্রতিরোধ কমিটির আহবায়ক ডা:মোতাহার হোসেন রতন। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ,শেরপুর,জামালপুর,নেত্রকোনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকবৃন্দ ও জেলা বিএমএ ,স্বাচিপ নেতা ও কর্মীবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন, ডা:শাহজাহান কবির সাজু, ডা:মতিউর রহমান ভূঁইয়া, ডা:মোমিনুর রহমান, ডা:মামুন জোশ, ডা: গুলজার তারা, ডা:পলাশ মজুমদার, ডা:দেবাশীষ মন্ডল, ডা: এ কে এম আবদুল্লাহ আল মামুন, ডা:অসীম কুমার সেন, ডা:অধ্যাপক আবু তাহের, ডা:মশিউর রহমান খসরু, ডা: মুশফিকুর রহমান, ডা: রথীন্দ্রনাথ সরকার রবিন, ডা: আহমাদুল হাসান সুমন, ডা:আমিনুর রহমান অপু, ডা:শাহরিয়ার হোসেন শান্ত, নাঈমুল হোসেন তুষার সহ স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত