668
Published on জুলাই 13, 2021যুবলীগ ফেনীতে ৬ হাজার মানুষকে খাদ্য সহায়তা দেবে । এরমধ্যে ৩ হাজার মানুষকে তৈরি খাবার দেয়া হচ্ছে। বাকিদের দেয়া হবে শুকনো খাবার। এসব তথ্য জানিয়েছেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজীব।
আজ মঙ্গলবার দুপুরে কর্মসূচির সূচনা দিনে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুরে বাদামতলি আশ্রয়ণ প্রকল্প ও আশপাশের এলাকার ৬ শতাধিক কর্মহীন মানুষের মাঝে তৈরি খাবার বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী, দাগনভূঞা উপজেলা যুবলীগ সভাপতি ও ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, সাধারণ সম্পাদক ও মাতুভূঞাঁ ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
রাজীব চৌধুরী জানান, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশিত কর্মসূচির অংশ হিসেবে তৈরি খাবার বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়িত হবে। তিনি জানান, মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তায় জেলা যুবলীগ হতে একাধিক খাদ্য সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।