রাজশাহীর বাগমারার স্থানীয় সাংসদের পক্ষে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছেন আওয়ামী লীগ নেতা

1214

Published on জুলাই 13, 2021
  • Details Image

রাজশাহীর বাগমারার শ্রীপুর ইউনিয়নে এমপি এনামুল হকের পক্ষে করোনা মহামারিতে দুস্থদের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান। প্রতিদিনই বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের দরিদ্রদের বাড়িতে হাজির হচ্ছেন ত্রাণ নিয়ে।

ত্রাণের প্রতিটি প্যাকেটে থাকছে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই লিটার তেল, দুই কেজি আলু, দুই কেজি পিয়াজ ও সাবান। শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, করোনা মহামারিতে দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। চলমান করোনা পরিস্থিতিতে যারা অতি কষ্টে দিন কাটালেও মুখে বলতে পারেন না, এমনকি কাউরে কাছে হাত পাততেও পারেন না, তাদের পাশে দাঁড়াতে বাড়ি বাড়ি সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ নিয়েছেন তিনি।

কারোনায় লকডাউন ও আগামী ঈদুল আযহাকে সামুনে রেখে এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত