586
Published on জুলাই 12, 2021গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ,জাংগালিয়া, বক্তারপুরনাগরী, তুমুলিয়া, জামালপুর ও বাহদুশাদীসহ মোট ৭ টি ইউনিয়নে প্রায় ১০ হাজার পরিবারের মঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার, ত্রাণ সহায়তা ও শিশু খাাদ্য বিতরণ করেছেন আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এম.পি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থয়নে এ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণে সাবর্কি সহায়তা করেন আওয়ামী লীগ, উপজেলা প্রশাসণ ও র্দূযোগ ব্যবস্খপানা অধিদপ্তর কালীগঞ্জ গাজীপুর।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের র্নিবাচিত চেয়ারম্যানরা, উপজেলা আওয়ামী লীগ নেতারা। এদিকে জামালপুর আর.আর.এন বিদ্যাপীঠ স্কুল মাঠে সামাজিক নিরাপত্ততা বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক. কালীগঞ্জ পৌর মেয়র এস.এম রবিন হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস.এম আবু বকর চৌধুরী, জামালপুর নব নির্বাচিত চেয়ারম্যান খায়রুল আলম, মোক্তারপুুর ইউপি চেয়ারম্যান আলমঙ্গীর হোসেন, জামালপুর সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক মাস্টারসহ অনেকে ছিলেন।
এসময় প্রতিটি ইউনিয়নে প্রতিটি প্যাকেটে চাউল, ডাল, তেল, লবন, চিনি বিতরণ করা হয়। তবে ঈদের পূর্বেই প্রতিটি ইউনিয়নে আরো ২১শ পরিবারকে ভিজিএ এর আওতায় ১০ কেজি করে চাউল বিতরণ করা হবে।