537
Published on জুলাই 12, 2021কঠোর লক ডাউনে করোনা ভাইরাস মহাসংকটে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ এবং সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার এর উদ্যোগে অসহায় নিম্ন মধ্যবিত্ত ও বিভিন্ন স্তরের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।
উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা সুবেদুর রহমান মুন্না , আব্দুর রব সায়েম, আমিনুল ইসলাম সোহেল, সুলতান মাহমুদ সাজু, জুনেদ আহমেদ , আব্দুল কাইয়ুম লিটন, শামীম আহমদ, আজাদুর রহমান চঞ্চল , আবিদুর রহমান শিপলু, গোলাম রহমান চৌধুরী রাজন,ইলিয়াস দিনার মো: তজুমুল, রঞ্জন দে, এস.আর শাওন, জাকির আহমদ ,এমদাদ ইমু, সারোয়ার হোসেন চৌধুরী, এহসানুল করিম মাবরুর, কবিরুজ্জামান শিমুল, রুহেল আহমেদ, মুর্শেদ খান পাঠান, রাফিউল করিম মাসুম, সারোয়ার মাহমুদ সহ প্রমুখ।