1233
Published on জুলাই 12, 2021মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে করোনায় অসহায় ৫০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিনুর রহমান। দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ এমদাদুল হক।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মহসীন অালী, সাবেক প্রচার সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম তালুকদার পলাশ,
দুপচাঁচিয়া পৌর অাওয়ামী লীগের সভাপতি মোঃ অাব্দুর রাজ্জাক, অাওয়ামীলীগ নেতা, বুলেট, ,ফেরদৌস,সজল,সূজা,অাশরাফ,ফারুক,রিপন, শুভ, স্বেচ্ছাসেবক লীগ নেতা , অাঃ রহমান,মূসা,মুক্তার,ওপেন,মেহেদী,উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেত্ববৃন্দ ছাএলীগের নেতা, সুজন, সৌরভ, সৃষ্টি,সৌরভ মহলদার, পারভেজ, রতন,রাশেদ,সহ নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।