দেশকে রক্ষার দায়িত্ব প্রতিটি নাগরিকের : গণপূর্ত প্রতিমন্ত্রী

533

Published on জুলাই 11, 2021
  • Details Image

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা যে দেশটি পেয়েছি, এই বাংলাদেশকে করোনা থেকে রক্ষার দায়িত্ব প্রতিটি নাগরিককের। আর এ জন্য সরকারি যেসব বিধিনিষেধ রয়েছে সেগুলো যথাযথভাবে সবাইকে মানতে হবে।

শনিবার (১০ জুলাই) বিকেলে ময়মনসিংহ নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল মাঠে কর্মহীন অটোশ্রমিক ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এদিন ১ হাজার অটোরিকশা চালকের হাতে ১০ কেজি করে চাল এ তুলে দেওয়া হয়। 

এ সময় তাদের উদ্দেশে শরীফ আহমেদ আরও বলেন, আপনারা সঠিকভাবে মাস্ক পরিধান করুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। কেননা আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, পুরো দেশ ভালো থাকবে। আর আপনাদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সর্বদাই আছি। 

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এ কর্মসূচিতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. জাহাঙ্গীর আলমসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতায় আজ আমরা এই উপহারসামগ্রী বিতরণ করছি। শুধু অটোশ্রমিক নন, কর্মহীন হয়ে পড়া দুস্থদের মাঝে এই ত্রাণ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে উপহারসামগ্রী প্রদান করা হবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত