যুবলীগের উদ্যোগে নরসিংদীতে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

674

Published on জুলাই 11, 2021
  • Details Image

নরসিংদীর ছয়টি উপজেলা, পাঁচটি পৌরসভা ও ৭২টি ইউনিয়নে একযোগে ২৫ হাজার মানুষের মাঝে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করা হয়েছে। নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এই খাবার বিতরণ করা হয়।

জেলার শিবপুর উপজেলার ইটাখোলা চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী। শিবপুরের আশ্রয়ণ প্রকল্প সাধারচর, দুলালপুর ও বাঘাবোসহ জেলার ৬টি উপজেলায় যুবলীগের কর্মীরা বিভক্ত হয়ে হত দরিদ্র মানুষের মাঝে রান্না করা খাবার পৌঁছে দেয়। 

খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, যুবলীগের শিবপুর উপজেলা সভাপতি আওয়ামী তাইজুল ইসলাম মোল্লা, যুবলীগ নেতা নাদিম উদ্দিন সুজাল, ফখরুল ইসলাম মিতু প্রমুখ।

জেলা যুবলীগ সভাপতি বিজয় গোস্বামী বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে করোনার এই মহাসংকটে অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। যতদিন করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন থাকবে, ততদিন নরসিংদী জেলা যুবলীগ মানুষের পাশে থেকে সেবা করে যাবে।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত