গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে জরুরী ফ্রি অক্সিজেন সেবা চালু

1043

Published on জুলাই 9, 2021
  • Details Image

দেশে মহামারি করোনাভাইরাস এর প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় গাজীপুরে জরুরী ফ্রি অক্সিজেন সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের উদ্যোগে তার বাসভবনে এ সার্ভিসের উদ্বোধন করা হয়। 

এসময় তিনি বলেন, সারাদেশ আজ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত। বাংলাদেশেও এই ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। যারা করোনায় আক্রান্ত হয়ে বিছানায় ছটফট করছে আত্মাবানবতার সেবায় গাজীপুর মহানগর যুবলীগ এর প্রত্যেকটি নেতাকর্মী অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। ইতি পূর্বে মহানগরে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ থেকে শুরু করে অসহায় কৃষকের পাকাধানও কেটে দিয়েছে মহানগর যুবলীগের নেতাকর্মীরা। 

তিনি আরও বলেন,অক্সিজেন ফ্রি সার্ভিস সেবাটি হটলাইন নাম্বারের ফোন করলেই স্বেচ্ছাসেবী কর্মীরা অক্সিজেন নিয়ে হাজির হবে। আপাতত গাজীপুর মহানগরেই এ সেবা প্রদান করা হবে বলে জানান ওই যুবলীগ নেতা। এসময় গাজীপুর মহানগর যুবলীগের নেতা আতিকুর রহমান খান রাহাত সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত