570
Published on জুলাই 9, 2021চট্টগ্রাম নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে গরিবদের জন্য চালু হয়েছে করোনা টেস্ট ও টিকাদান নিবন্ধন বুথ।
বৃহস্পতিবার (৮ জুলাই) চট্টগ্রামের মেডিক্যাল কলেজের পূর্ব গেইটে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় এ বুথ চালু করা হয়। বুথের উদ্বোধন করেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া। তিনি বলেন, নগর স্বেচ্ছাসেবক লীগ এ উদ্যোগ নিয়েছে মানুষকে সচেতন করার জন্য। এমন উদ্যোগ দেশের প্রতিটি জায়গায় নিলে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ বিনির্মাণ ও করোনামুক্ত দেশ গড়তে সহজ হবে।
অনুষ্ঠানে স্বাচিপ ও বিএমএ নেতা ডা. রিজোয়ান রেহান, সিভাসুর কর্মকর্তা আবু আরিফ, ব্যবসায়ী জসিম উদ্দিন, নগর স্বেচ্ছাসেবক লীগের ইঞ্জিনিয়ার এসএম মোজাহেদুল ইসলাম রানা, মো. জাহিদুল ইসলাম জুয়েল, ডা. উপল চাকমা, রাকিবুল ইসলাম, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, ডা. হাবিবুর রহমান, চমেক ছাত্রলীগের ডা. আফিফ আনজুম রিফাত, প্রীতম কুমার সাহা, মাহাদী বিন হাসিম, ওয়াহেদ মুরাদ শাহীন, অনির্বাণ দে, কায়াস মাহমুদ আহসান উল্লাহ, পল্লব বিশ্বাস, সাদ মোহাম্মদ গালিব, ডা. ইমাদ উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্ঝর বড়ুয়া জয় ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শিমুল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
করোনায় পরীক্ষার নিবন্ধন ক্যাম্প উদ্বোধন শেষে বিনামূল্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া।