শরীয়তপুরে পানি সম্পদ উপমন্ত্রীর উদ্যোগে ‌ভ্রাম্যমাণ মেডিকেল টিম চালু

677

Published on জুলাই 7, 2021
  • Details Image

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় যানবাহন ও জনসাধারণের চলাচলে রয়েছে নানা বিধিনিষেধ। এতে গ্রামের মানুষ স্বাস্থ্যসেবা নিতে সরকারি হাসপাতালে যাওয়ার সময়ে ভোগান্তিতে পড়তে পারেন। এমন পরিস্থতিতে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের উদ্যোগে ফের শুরু হয়েছে ‌'ভ্রাম্যমাণ মেডিকেল টিম' এর কার্যক্রম। 

রোববার ‌নিজের নির্বাচনী এলাকার (শরীয়তপুর-২) নড়িয়া উপজেলার চামটা ইউনিয়ন পরিষদে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন শামীম নিজেই। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেন, দেশের সব সংকটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল মুখে বড় বড় কথা বললেও সংকটে তাদের মানুষের পাশে পাওয়া যায় না। 

আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক বলেন, করোনা মহামারির এই সময়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও দল সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। 'ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার'-এই স্লোগানে শরীয়তপুর-২ নির্বাচনী এলাকায় (নড়িয়া-সখিপুর) উপমন্ত্রীর নিজস্ব অর্থায়নে পরিচালিত ভ্রাম্যমাণ মেডিকেল টিম স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। গত বছর করোনা মহামারির শুরুর দিকে নড়িয়া ও সখিপুরের বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজারে ঘুরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে আলোচনায় আসে ভ্রাম্যমাণ এই মেডিকেল টিম। ওই বছর করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এর কার্যক্রম স্থগিত হয়। মাঝে আবার কার্যক্রম চালু হলেও চলাচলে বিধিনিষেধ উঠে গেলে ভ্রাম্যমাণ মেডিকেল টিম সেভাবে প্রয়োজন হয়নি। চলমান সময়ে কঠোর লকডাউনে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এই টিমের সদস্যরা।  

উপমন্ত্রী এনামুল হক শামীম ভ্রাম্যমাণ মেডিকেল টিমের মাধ্যমে তার নিজস্ব অর্থায়নে অসহায় মানুষদের বিনামূল্যে ওষুধ ও গরীব রোগীদের নগদ অর্থও দিয়ে চলেছেন। দুইজন পুরুষ চিকিৎসক, এক নারী চিকিৎসক এবং দুইজন স্বাস্থ্যকর্মী দিয়ে চলছে এই টিম। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসেবা দেওয়া ছাড়াও মেডিকেল টিমের হটলাইন নম্বরে ফোন দিলেই রোগীর কাছে ছুটে যাচ্ছেন টিমের সদস্যরা। 

চামটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন রাড়ীর সভাপতিত্বে ভ্রাম্যমাণ মেডিকেল টিমের তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-নড়িয়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, চামটা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আবু বকর ছৈয়াল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, চামটা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মাঝী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শিমুল হাওলাদার, ছাত্রলীগ নেতা কবির বেপারী ও রফিক খান প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত