701
Published on জুলাই 6, 2021সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে মঙ্গলবার (৬ জুলাই) সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সামনের সড়কে প্রায় শতাধিক হতদরিদ্র মানুষদের মাস্ক ও খাদ্য বিতরণ করা হয়।।
বাংলাদেশ আওয়ামী যুব লীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক মাইনুুল হোসেন খান নিখিল এবং জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপলের দিক নির্দেশনায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, খন্দকার মনজুর আহমদ, সদস্য নুরুল ইসলাম বজলু , এডভোকেট আজাদুল ইসলাম রতন , সিতেষ তালুকদার মঞ্জু, সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, প্রমুখ।
সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু বলেন, সুনামগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে করোনা বন্যা সহ বিভিন্ন দুর্যোগে হত দরিদ্র দের পাশে সব সময়ই ছিল । এখনও আছে। আগামী তে ও থাকবে। করোনার প্রাদুর্ভাব জনিত কারণে কর্মজীবি মানুষ কর্মহীন হয়ে পড়ায় মানুষ খুব কষ্টে দিন যাপন করছে । তাদের দুর্দশার কথা চিন্তা করে আজ মাস্ক ও রান্না করা খাদ্য বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আয়োজন অব্যাহত থাকবে।