2433
Published on জুলাই 2, 2021করোনায় সংক্রমণ ও মৃত্যু প্রতিদিনই বাড়ছে। তবে চিকিৎসার জন্য নেই পর্যাপ্ত সরঞ্জাম। তাই এমন সংকটাপূর্ণ মুহূর্তে আক্রান্তদের জীবন বাঁচাতে ফ্রি অক্সিজেন সেবা চালু করেছেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মিরাজুল ইসলাম। তিনি নতুন অর্ধশত অক্সিজেন সিলিন্ডার ক্রয় করেছেন উপজেলাবাসীর জন্য। যে কোন মুহূর্তে বিপদগ্রস্থ মানুষ ফোন করলেই বাড়িতে পৌছে যাবে ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সার্ভিস।
উপজেলা চেয়ারম্যান মো: মিরাজুল ইসলাম জানান, করোনা মহামারি আকারে রুপ নিচ্ছে। দিন দিন এ ভান্ডারীয়াতে ও আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বর্তমানে হাসপাতালগুলোতে করোনা রোগীদের সংকুলান না হওয়াতে অনেকেই বাড়িতেই চিকিৎসা নিতে হচ্ছে। এমতাবস্থায় আক্রান্ত রোগীদের অবস্থা মুমুর্ষ হয়ে পড়লে তাদের জীবন বাঁচাতে একমাত্র অক্সিজেন সিলিন্ডারই প্রয়োজন। যা সরকারী বেসরকারী হাসপাতাল গুলোতেও সংকট চলছে। তাই এ দুঃসময়ে উপজেলাবাসীদের জন্য এ ব্যবস্থা করেছেন। তিনি আরো জানান, প্রয়োজনে আরো অধিক অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হবে।
ফ্রি অক্সিজেনও অ্যাম্বুলেন্স সার্ভিসের তত্বাবধায়নে রয়েছ মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এছাড়াও পিরোজপুরের ভান্ডারিয়ায় চলমান করোনা সংকটে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যোগান ঠিক রাখতে চালু করা হয় ভ্রাম্যমান দোকান। স্থানীয় মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডের মধ্যবিত্ত পরিবারে পণ্য সরবরাহ করবে এই ভ্রাম্যমাণ দোকান।
উদ্যোক্তারা জানান, এ ভ্রাম্যমাণ দোকানে চাল, ডাল, আলু, তেল পাওয়া যাবে নামমাত্র মূল্যে। যা বাজার মূল্যের প্রায় অর্ধেক। প্রতিদিন দুই থেকে আড়াই হাজার পরিবার এই ভ্রাম্যমাণ দোকান থেকে পণ্য সংগ্রহ করতে পারবেন।
এছাড়াও উপজেলায় ৬০টি দুঃস্থ, অসচ্ছল ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ৬০টি ব্যাটারী চালিত অটো রিকশা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।