মাশরাফীর উদ্যোগে নড়াইল ও লোহাগড়ায় স্থাপিত হলো বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার সরবরাহ বুথ

1325

Published on জুন 30, 2021
  • Details Image

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফী বিন মোর্ত্তজার উদ্যোগে এবার নড়াইলে বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার সরবরাহ বুথ স্থাপন করা হয়েছে।

আজ বুধবার,নড়াইল ও লোহাগড়ায় এই বুথ স্থাপন করা হয়। নড়াইলে স্থাপিত ৬ টি বুথের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ সুপার প্রবীর কুমার রায় এবং লোহাগড়ায় স্থাপিত ৪ টি বুথের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল হান্নান রুনু ও উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন।এসময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন দি আর্কিটেক্ট অব মডার্ন নড়াইল মাশরাফী বিন মোর্ত্তজা এমপি।এসময় স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক নেতৃবৃন্দ,বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত বুথ প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চালু থাকবে। একজন ব্যক্তি উক্ত বুথ থেকে ১টি মাস্ক নিতে পারবেন। এছাড়া বুথে থাকছে হাত স্যানিটাইজ করার সুব্যবস্থা। পাশাপাশি,ব্যবহৃত মাস্ক যেখানে সেখানে ফেলে পরিবেশ দূষণ ও সংক্রমণ ছড়ানো নিয়ন্ত্রণে বুথে থাকছে ব্যবহৃত মাস্ক ফেলার বিশেষ ব্যবস্থা।

বক্তব্যে সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা বলেন,নড়াইলসহ সারাদেশের করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কথা মাথায় রেখে,এই মুহূর্তে জনসাধারণকে নিয়মিত মাস্ক ব্যবহার,হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উদ্বুদ্ধ করার মানসে এমন উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান তার বক্তব্যে মাননীয় সংসদ সদস্যের এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

এসময়,লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল হান্নান রুনু জনসাধারণকে সাংসদ মাশরাফী মোর্ত্তজার উপহার, উক্ত বুথ ব্যবহারের আহবান জানান।

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক বলেন,করোনা ভাইরাসের সংক্রমণে সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজার পরিবারের সকল সদস্য আক্রান্ত হয়েছেন,কিছুদিন আগে ছেলে সাহেল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।পরিবারের সদস্যদের এমন পরিস্থিতি সামলিয়ে মাননীয় সাংসদ মহামারি কালীন সময়ের শুরু থেকেই নানান অভিনব ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে জন্মভূমি নড়াইলের মানুষের পাশে থাকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।তিনি আরো বলেন, করোনাকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ত্রাণ বিতরণ,অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার সরবরাহ, টেলিমেডিসিন সেবা, অ্যাম্বুলেন্স সার্ভিস, ভ্রাম্যমান মেডিকেল সেবা, হ্যান্ড স্যানিটাইজ বুথ, মাস্ক-পিপিই বিতরণ, নমুনা সংগ্রহের টেকনিশিয়ান নিয়োগ'সহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে মাশরাফী বিন মোর্ত্তজার নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।

এসময় উপস্থিত জনসাধারণকে বুথ থেকে মাস্ক নিতে দেখা যায়,আবার কাউকে কাউকে হ্যান্ড স্যানিটাইজ করে মাস্ক নিতে দেখা যায়।তাদের মধ্যে একজন শফিকুল ইসলাম,করোনাকালে সবসময় নড়াইলের মানুষের পাশে থাকায় মাশরাফী বিন মোর্ত্তজার ভূয়সী প্রশংসা করেন।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত