1357
Published on জুন 30, 2021করোনা রোগীদের জন্য খুলনায় শহীদ শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেন্সিডিয়াম মেম্বর ও বিসিরি পরিচালক শেখ সোহেলের সহযোগিতায় এবং খুলনা মহানগর যুবলীগের উদ্যোগে অক্সিজেন ব্যাংক গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে খুলনা আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা প্রধান অতিথি হিসেবে এ অক্সিজেন ব্যাংক উদ্বোধন করেন।
খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী নেতা ও খুলনা মহানগর রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মল্লিক আবিদ হোসেন কবির, মহানগর ও জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল ও ইমরান হোসেন ইমু, মহানগর যুবলীগ নেতা রোজি ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, কাজী কামাল হোসেন, শওকাত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, মহদিুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী হাসান মোড়ল, কেএম শাহীন হাসান, ইমরুল ইসলাম রিপন, কাঞ্চন শিকদার, মাসুম উর রশিদ, বাদল সিপাহী, আনসিুর রহমান, জামিল আহমেদ সোহাগ, মহিদুল হক শান্ত, লাবু আহমেদ, বিপুল মজুমদার, অভিজিৎ পাল, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইয়াসিন আরাফাত, মাহামুদুল ইসলাম সুজন, তানভীর ইসলাম আকাশ, মাহামুদুর রহমান রাজেস, এমএ হোসেন সবুজ, হিরণ হাওলাদার, আব্দুল কাদির সৈকত, নিশাত ফেরদৌস অনিসহ অন্যান্য নেতারা।
শহীদ শেখ আবু নাসের অক্সিজেন ব্যাংকটি পরিচালনা ও ব্যবস্থাপনা করবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট, খুলনা মহানগর শাখা।
কোভিড আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা পেতে ০১৭৪০৫৭৯৮৫৫, সদর থানা-০১৭১১৪৩৩১২৪, সোনাডাঙ্গা থানা-০১৯৭১৯৩০৬১১, খালিশপুর থানা-০১৭২২৩৬৬৭৩২, দৌলতপুর থানা-০১৯১১২০৯৮৪৬ নম্বরে যোগযোগ করার জন্য অনুরোধ করা হলো।
অনুরূপভাবে সার্চ মানবাধিকার সোসাইটির খুলনা মহানগর শাখার সভাপতির মাসুম উর রশিদের উদ্যোগে একটি ফ্রি অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগ নেতা কাজী কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্চ মানবাধিকারের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি খান রেজাউল কবীর রেজা। উপস্থিত ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটির মহানগর শাখার সাধারণ সম্পাদক এ আর রাজিব, সংগঠনের নেতা আনোয়ার হোসেন, এসএম ওহিদুজ্জামান গোলাপ প্রমুখ।
মাসুম উর রশিদ বলেন, খুলনায় করোনা রোগীদের অক্সিজেন সংকট রয়েছে। প্রতিদিন বহু পরিবারের অক্সিজেন সিলিন্ডারের দুশ্চিন্তা দূর করছে এ অক্সিজেন ব্যাংক গঠন করা হয়েছে। করোনার সময়ে অক্সিজেন-সংকটে ভুগতে থাকা মানুষদের এ ব্যাংক থেকে ফ্রি অক্সিজেন দেওয়া হবে।
কোভিড আক্রান্ত রোগীদের অক্সিজেন সেবা পেতে মাসুম উর রশিদ-০১৭১১১৮৯০৩১, এ আর রাজিব- ০১৭১১৪৩১২৬১ যোগযোগ করার জন্য অনুরোধ করা হলো।