আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছিন্নমূল শিশুদের মাঝে কক্সবাজার জেলা ছাত্রলীগের ফল বিতরণ

866

Published on জুন 26, 2021
  • Details Image

বাংলাদেশ আওয়ামীলীগের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৭২জন অসহায় ছিন্নমূল হতদরিদ্রদের মাঝে ফল বিতরণ করে কক্সবাজার জেলা ছাত্রলীগ। আজ ২৫জু শুক্রবার বিকেলে শহরের কলাতলী মোড়, লাইট হাউস পাড়া, লালদিঘীর পাড় সহ বিভিন্ন পয়েন্টে সুবধাবঞ্চিত শিশুদের মাখে ফল বিতরণ করা হয়।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, “বাংলার যত সংগ্রাম অর্জন ও গৌরবের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। বাংলাদেশ আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দল নয় এটি গণ মানুষের দল হিসেবে তার সূচনালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। মানুষের পাশে থেকে তাদের মুখে হাসি ফুটাতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী দেশ রত্ন শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। তাই বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭২জন হতদরিদ্র ছিন্নমূলদের মাঝে ফল বিতরণ করে ছাত্রলীগের মানবিক ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করেছি।”

স্থানীয়রা কক্সবাজার জেলা ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ”ছাত্রলীগের মেধাবী ছাত্ররা সারাজীবন মানুষের মতো মানুষ হয়ে হতদরিদ্রদের পাশে থাকবে আজীবন।

জেলা ছাত্রলীগের এমন মানবিক উদ্যোগ সারাবছর অব্যাহত রাখার আশ্বাস দেন কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন ও অন্যান্য ছাত্রলীগ কর্মীরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত