ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

841

Published on জুন 26, 2021
  • Details Image

‘স্বাধীনতা সংগ্রাম, উন্নয়ন অর্জন এর গৌরবদীপ্ত পথচলা’ শ্লোগান নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামীলীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা’র উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৩ জুন) সন্ধ্যায় শহরের চিলি চাইনিজ কনভেনশন সেন্টারে আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম। এসময় বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা মোস্তাক আহমেদ শাহীন, আওয়ামীলীগ নেতা অসিম সাহা প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম রনি, সাবেক ছাত্রলীগ নেতা আকতার হোসেন, ধনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, আওয়ামীলীগ নেতা মোঃ শহিদুল ইসলাম তালুকদার, রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাহী সদস্য তোফালে আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংগ-সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত