নানা আয়োজনে সারাদেশে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

1499

Published on জুন 24, 2021
  • Details Image

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ২৩ জুন। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কেএম দাস লেনের ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে জন্ম নেয় উপমহাদেশের অন্যতম প্রাচীন এই রাজনৈতিক দল। মহামারি করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সারাদেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে আওয়ামী লীগ। 

আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ ঘটে আওয়ামী লীগের, প্রায় দুই যুগ পর যে দলটির নেতৃত্বে স্বাধীন হয় বাংলাদেশ। এদিকে, কোনো ষড়যন্ত্রই আওয়ামী লীগকে মাটি ও মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  বুধবার দলের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন তিনি।

বুধবার সকাল ৯টায় ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগের ৭২ বছরের ইতিহাস সংগ্রাম ও সাফল্যের ইতিহাস। গৌরবের ইতিহাস। উন্নয়ন ও অর্জনের ইতিহাস। আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটি অনেক গভীরে। শত ষড়যন্ত্র আওয়ামী লীগকে মাটি-মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, ইনশাল্লাহ ভবিষ্যতেও পারবে না। “বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা আমরা সেই ঐতিহ্য বহন করছি। সংগ্রাম, সাফল্য, গৌরব, অর্জন-উন্নয়নের যে ঐতিহ্য আমরা বহন করে চলেছি সেই ধারা অব্যাহত থাকবে।আওয়ামী লীগ জনগণের সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো ষড়যন্ত্রই, কোনো শক্তিই আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি ও মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।”

দলে মুক্তিযুদ্ধের চেতনারবিরোধী অনুপ্রবেশকারীদের বিষয়ে প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “অনুপ্রবেশকারী যেটা ছিল এখন তা অনেক বন্ধ হয়েছে। ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকব।”

আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগ, আওয়ামী মৎস্যজীবী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। 

এছাড়াও নানা আয়োজনে সারাদেশে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

নোয়াখালী :
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নোয়াখালীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পন, আলোচনা সভা, কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় নোয়াখালী পৌরসভার বীর মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি কনভেনশন সেন্টারে মিলাদ ও দোয়া মাহফিলে আওয়ামী লীগের গৌরবময় ইতিহাস তুলে ধরে আলোচনা করেন পৌর মেয়র ও নোয়াখালী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল। এ সময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম সিদ্দিকী রাজু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নাজমুল আলম মঞ্জু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য রহমত উল্যাহ ভূঁইয়া, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রুবাইয়াত রহমান আরাফাতসহ পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন নোয়াখালী জেলা জামে মসজিদের খতিব মাওলানা দেলোয়ার হোসেন। সকাল সাড়ে ১০টায় নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীন। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান শিপনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে রেডক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের হলরুমে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন শিহাব উদ্দিন শাহীন। এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুসহ দলীয় নেতাকর্মীরা।

বারহাট্টা (নেত্রকোনা):
আজ ২৩ জুন বুধবার নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লিগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনটির গোপালপুর বাজারস্থিত কার্যালয়ে পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান জাতীয় পতাকা ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদ সাংগঠনিক পতাকা উত্তোলন করেন। সাংগঠনিক সম্পাদক দীপক কুমার সাহা সেন্টুসহ অন্যান্য নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): 
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মধ্যে বাজার দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা। নাচোল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাধারণ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাবেক সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নাচোল বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মসিউর রহমান বাবু, পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।

পাংশা (রাজবাড়ী):
রাজবাড়ীর পাংশায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। রাজবাড়ী জেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বুধবার (২৩ জুন) সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগের কর্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. এ এফ এম শফিউদ্দিন পাতা’র সঞ্চালনায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল এর মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপ্তি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ ফজলুল হক ফরহাদ, যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামল আল মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার তাজবীদ হাসান শিশিল, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান খোকন প্রমূখ। এছাড়াও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নলছিটি (ঝালকাঠি):    
ঝালকাঠির নলছিটিতে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দেশের বৃহত্তম ও প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুন) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এ সময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ কবির খান, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান, জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৪৯ সালের এই দিনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়।

চৌহালী (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের চৌহালীতে দেশের সবচেয়ে প্রাচীন ও সর্ববৃহৎ ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (২৩ জুন) সকালে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে সীমিত পরিসরে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আ.লীগের পার্টি অফিস প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। চৌহালী উপজেলা আ.লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাবেক সভাপতি আলহাজ্ব হজরত আলী মাস্টার, সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাবেক আ.লীগের যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ চৌধুরী সন্জু  , ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, খাষকাউলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু ছাইদ বিদ্যুৎ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা রবিউল ইসলাম, সম্পাদক আরিফ সরকার, ছাত্রলীগের  সভাপতি আব্দুর রহিম রেজা ও সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন মোল্লা প্রমূখ। 

নিয়ামতপুর (নওগাঁ): 
ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁর নিয়ামতপুরে বিভিন্ন আয়োজনে স্বাস্থ্য বিধি মেনে পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামী লীগ নিজস্ব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বাংলার অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ দোয়া ও কেক কাটা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক সরকার কামাল আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবর, উপজেলা কৃষকলীগের আহবায়ক অবিনাষ চন্দ্র মহন্ত, উপজেলা মহিলালীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সাধারণ সম্পাদক শাহনাজ পারভীন, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, সাধারণ সম্পাদক উৎপল কুমার সরকার পিন্টু, পাড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিকসহ উপজেলার যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ। 

দোহার (ঢাকা): 
ঢাকার দোহার উপজেলায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলীয় নেতাকর্মীরা। বুধবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্যবিধি মেনে দোহার উপজেলা পরিষদের কেন্দ্রীয় মসজিদে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন- দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলমাছ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য- বাশার মৃধা ও শাহ্ সম্রাট চিশতী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ নাসির উদ্দিন, রাইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান বেপারী, বিলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ চোকদার, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মন্ডল-সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

গাজীপুর : 
বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগ্রামে আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা এমনি আসেনি অনেক রক্তের বিনিময়ে তা অর্জিত হয়েছে অনেক আওয়ামী লীগ নেতা কর্মী পরিবার পরিজন আওয়ামী লীগের দু’সময়ে হারিয়েছি তাদের পরিবার পরিজন কি অবস্থায় আছে তাদের খোঁজ খবর নেওয়া উচিত একথা বলেন আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি আরো বলেন, করোনা মহামারিতে গাজীপুরে ২৫% আক্তান্ত হয়েছে সকলের সহযোগিতায় এ মহামারি মোকাবেলা করতে হবে। এর মধ্যে প্রতিজনে দূরত্ব বঝায় রাখা, মাস্ক ব্যবহার করা, হাত দোয়া সহ অন্যান্য স্বাস্থ্য বিধি বিধান গুলো মেনে চললে আমরা করোনা থেকে মুক্তি পাব। বুধবার স্বাস্থ্য বিধি মেনে গাজীপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে মহানগর আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আজমত উল্লাহ খানের সভাপত্বিত্বে কোরআনখানি আলোচনা সভা দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি এডঃ মোঃ আমজাত হোসেন বাবুল, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউব নয়ন, মোঃ ওসমান আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবুর রহমান সহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন মহানগর আওয়ামী লীগ সদস্য এডঃ আব্দুল হাদী শামীম ও দোয়ার মাহফিল পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ আক্তার হোসেন গাজীপুরী।

নাটোর:
করোনা মহামারির কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে নাটোরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে শহরের কান্দিভিটুয়াস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচিতে সকালে দলীয় নেতা-কর্মিরা জাতীয় সংগীত পরিবেশন করে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আ.লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সহ আ.লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা।

মোরেলগঞ্জ (বাগেরহাট):
সারা দেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জে করোনা ভাইরাসে শারীরিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক এর সভাপতিত্ত্বে আলোচনা সভায় তিনি বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠালগ্ন থেকে সুদীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশ আওয়ামী লীগ বাঙ্গালি জাতির ভাষার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযোদ্ধাসহ সকল গণতান্ত্রিক এবং সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্বে সুমহান গৌরব অর্জন করেছে। সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে তবেই প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তাব্য রাখেন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশিদ, উপজেলা  যুবলীগ আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, আওয়ামী লীগ নেতা মো. সহিদুজ্জামান সাবু , আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবির মোল্লা, মো. সিদ্দিকুর রহমান লাল, মো. ইখতিয়ার হোসেন দিলাল, অমর সাহা নান্টু, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন তালুকদার, কৃষক লীগ নেতা আবুল কালাম আজাদ, যুব নেতা মাহাফুজুর রহমান হিরু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর  আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

লালপুর (নাটোর):
নাটোরের লালপুরে করোনা মহামারির কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলীয় নেতাকর্মীরা। এ উপলক্ষে বুধবার (২৩ জুন) সকালে লালপুর উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতা-কর্মীরা জাতীয় সংগীত পরিবশেন করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে তারা লালপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তযোদ্ধা কমপ্লেক্সে ভবনের অডটরিয়ামে লালপুর উপজেলা আ.লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসাহাক আলী সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন নাটোর জেলা আ.লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারনম্যান মনোয়ার হোসেন মনি। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান পরভীন আক্তার বানুসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

কটিয়াদী (কিশোরগঞ্জ): 
সামাজিক দূরত্ব বজায় রেখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও কেক কাটারসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাধীনতার নেতৃত্বধানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র সাবেক ভিপি সিদ্দিকুর রহমান ভূঞা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা সাবেক ভিপি দুলাল বর্মন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী লায়ন মোঃ সারোয়ার হোসেনসহ আরো অনেকে।

কালুখালী (রাজবাড়ী):
রাজবাড়ীর কালুখালীতে উপমহাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়মী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ১০ টায় উপজেলার চাঁদপুর বাসষ্ট্যান্ড মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতিয় পতাকা উত্তোলন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম খায়ের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব এছাড়াও রতনদিয়া ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মৃগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন সরদার, মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবিএম রোকনুজ্জামান, মাজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী (মবি), যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন ও সাধারণ সম্পাদক সাগর মন্ডল সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিললীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হালুযাঘাট (ময়মনসিংহ):
সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলার বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে ময়মনসিংহের হালুয়াঘাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুন) সকালে দলীয় কার্যলয়ে উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি কবিরুল ইসলাম বেগ’র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৪৬ ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সংসদ জুয়েল আরেং। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাঞ্চন কুমার সরকার, যুবলীগের আহবায়ক মোঃ নাজিম উদ্দিন সহ বিভিন্ন স্থরের রাজনৈতিক পর্যায়ের নেতৃবৃন্দ। সকালে সংসদ জুয়েল আরেং সহ দলীয় নেতৃবৃন্দরা  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর পর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।  প্রসঙ্গত, ১৯৪৯ সালের আজকের এই দিনে রাজধানী ঢাকার কে এম দাস রোডের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ হয় পূর্ব বাংলা আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে ‘মুসলিম’ ও দেশ স্বাধীনের পর ‘পূর্ব বাংলা’র পরিবর্তে বাংলাদেশ যুক্ত হয়। আওয়ামী লীগ ৭২ বছরে আন্দোলন-সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ রেখা তৈরি করেছে। দলটির নেতৃত্বে ভাষা, স্বাধীনতা ও উন্নয়নশীল বাংলাদেশের স্বীকৃতি অর্জন হয়েছে।

নাগরপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষ্যে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. মতিউর রহমান মতির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর সঞ্চালনায় ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলীর নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাপ্ত করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহুরুল আমিন,  শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আ. রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগম, সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার আহম্মেদ দেলু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহিনুর রহমান শাহিন সহ বারো ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

কালিয়াকৈর (গাজীপুর):
বাংলাদেশ আ.লীগের গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা আ.লীগের দলিয় কার্যালয়ে বুধবার (২৩ জুন) দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর পৌর আ.লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলি, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, জেলা  শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, পৌর শ্রমিক লীগের সভাপতি হারেজ উজ্জামান খান,পৌর শ্রমিক লীগের সহ সভাপতি জসিম উদ্দিন, পৌর যুবলীগের সভাপতি আতাউর রহমান জয়, সাধারণ সম্পাদক সুমন রানা, পৌর ছাত্রলীগের আহ্বায়ক আল মামুন সবুজ, যুগ্ন-আহবায়ক গাফফার মোল্লা, পৌর কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম লিংকন, পৌর যুব মহিলা লীগের আহ্বায়ক রুপালি আক্তার রুপা, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ রিয়াদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আসলাম সিকদার, পৌর ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আশিকুজ্জামান বকুল, আলহাজসহ পৌর সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ। এ সময় অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ প্রাঙ্গণে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে  সামাজিক দূরত্ব বজায় রেখে একটি র‌্যালি বের করা হয়। পরে কেক কেটে ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। 

সখীপুর (টাঙ্গাইল):
টাঙ্গাইলের সখীপুরে আ.লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ ২৩জুন উপজেলা আ.লীগ এ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেন। দলীয় সূত্রে জানা যায়, সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। মোখতার ফোয়ারা চত্বরে আলোচনা সভায় উপজেলা আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বাংলাদেশ আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আল মাহমুদ প্রমূখ।

জয়পুরহাট: 
৭২তম বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন। উপজেলার তুলশীগঙ্গা নদীর উভয় পাড়ে প্রায় ২০ হাজার বিভিন্ন প্রকারের গাছের চারা রোপনের মধ্যদিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। এর আগে পৌর পার্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বৃক্ষরোপণ শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় উচাইয়ের পাথরঘাটা ঐতিহাসিক মীর নাছির উদ্দিন (রাঃ) মাজার প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।  উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিম, বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী, সাবেক পৌর আ.লীগের সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা জাহিদুল মাষ্টার, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গোলাম রব্বানী ইস্তি, উপজেলা ছাত্রলীগের সম্পাদক পলাশ কুমার ঘোষ, পৌর ছাত্রলীগ সম্পাদক সাইদুর রহমান রাজু সহ বিভিন্ন ইউনিয়ন আ.লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

সালথা (ফরিদপুর):
ফরিদপুরের সালথা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার (২৩ জুন) বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মাতুব্বর, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর,  রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলি লিটু, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, আওয়ামী লীগ নেতা দুলাল কাজী প্রমূখ। এছাড়াও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

টুঙ্গিপাড়া:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল ফারুক খান এমপি বলেছেন, অপ গণতান্ত্রিক ও জঙ্গিবাদ রুখতে সবাইকে সজাগ থাকতে হবে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। আজ বুধবার বেলা ১১ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সবচেয়ে ত্যাগী, সংগ্রামী, জনপ্রিয় এবং সবচেয়ে সফল একটি রাজনৈতিক দল। এই দলের আজ ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই দলটি শুধু আজ বাংলাদেশের নয় সারা সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সফল রাজনৈতিক দলের মধ্যে একটি। যা বাংলাদেশ আওয়ামী লীগ ৭২ বছরে বারবার প্রমাণ করেছে। এ দলটি মুক্তিযুদ্ধ সহ সকল গৌরব আন্দোলনে ভূমিকা রেখেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি তলাবিহীন ঝুড়ি থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হয়েছে। এর সবকিছুই হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে। তাই আজ বাংলাদেশের জন্য এটি আনন্দের দিন।

বিরামপুর (দিনাজপুর):
দিনাজপুরের বিরামপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু কেক কেটে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- বিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু, যুগ্ম- সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মশফিকুর রহমান ও আঃ রাজ্জাক মাষ্টার, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ উপজেলা ও পৌর শাখার আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘাযু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ): 
উল্লাপাড়ায় ৭২ পাউন্ড ওজনের বিশাল কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ বুধবার সকালে উল্লাপাড়া পৌর এইচ টি ইমাম উম্মুক্ত মঞ্চে এক আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভার সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, অধ্যাপক ইদ্রিস আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র কাউন্সিলর এস এম আমিরুল ইসলাম আরজু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা প্রমূখ। এর পর ৭২ পাউন্ড ওজনের কেক কাটা করা হয়। এর আগে উপজেলা আওয়ামী লীগ এক বিশাল র‌্যালি বের করে। সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এর নেতৃত্বে র‌্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।  

চুয়াডাঙ্গা :
নানা আয়োজনে চুয়াডাঙ্গায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টায় নব নির্মিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করা হয়। জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামীগ নেতা চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন চন্দন, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব, নির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকুলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন মন্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি মোহায়মেন হাসান জোয়ার্দ্দার অনিক সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। পরে জাতির জনক বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও তার পরিবারের সকল সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশের শান্তি, উন্নয়ন, অগ্রযাত্রা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদউজ্জামান লিটু বিশ্বাস। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আগত সকলকে মিষ্টি মুখ করানো হয়।

হাতিয়া (নোয়াখালী): 
সারাদেশের ন্যায় হাতিয়া উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার তারিখ সকাল ১০ টায় সাবেক সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলীর সভাপতিত্বে হাতিয়া উপজেলায় এমপি মহোদয়ের বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যাপক ওয়ালী উল্ল্যাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মহি উদ্দিন আহম্মেদ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, সাবেক পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম ইউছুপ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কেফায়েত উল্ল্যাহ, মুক্তিযুদ্ধা, সাংবাদিক এবং হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী। সভায় বক্তব্যের মাঝে বিভিন্ন বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আর্দশ এবং আওয়ামী লীগের উন্নয়ন মূলক কাজ গুলো তুলে ধরেন। সাবেক সংসদ সদস্য ও হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হলে হাতিয়া উপজেলা আওয়ামী লীগকে ঐক্য বদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে সকলকে এগিয়ে এসে কাজ করতে হবে, তাহলে সবি সম্ভব।

মৌলভীবাজার:  
বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৩ জুন) সকালে এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন এবং আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্বে করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আজমল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সোয়েব প্রমুখ নেতৃবৃন্দ। সময় জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসবেকলীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

লালমোহন (ভোলা):
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রান্তিক গণমানুষের আস্থা ও ভালোবাসার দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির হাত ধরে জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতা এসেছে, আজ সেই দলটির নেতৃত্বেই অর্থনৈতিক মুক্তি তথা সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বুধবার সকালে লালমোহনে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এমপি শাওন আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং সাম্প্রদায়িক শক্তির মূল উৎপাটন করে শেখ হাসিনার নের্তৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করাই বাংলাদেশ আওয়ামী লীগের মূল লক্ষ। এর আগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দিনের প্রথম প্রহরের সঙ্গে সঙ্গে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনকের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি। পরে যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ও স্বাস্থ্য সুরক্ষায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে লালমোহন জিম ক্লাবের উদ্বোধন করেন এমপি শাওন। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহি চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমূখ। 

কিশোরগঞ্জ:
বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা কৃষকলীগের নেতাকর্মীরা। বুধবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিবসটিকে স্মরণীয় করে রাখতে ২৩টি ফলজ, বনজ, ঔষধি বৃক্ষের চারা রোপণ করে নেতাকর্মীরা। বুধবার সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ বৃক্ষ গুলি রোপণ করা হয়। কর্মসূচিতে জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা:আ.ন.ম নৌশাদ খান। জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু’র পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরি, আবুল হাশেম মাস্টার, দপ্তর সম্পাদক দীপক দাস, অর্থ সম্পাদক হুমায়ুন কবির, সম্পাদক মন্ডলীর সদস্য পলি আক্তার, জেলা কমিটির সদস্য এহসানুল হক ফারুক, মুস্তাফিজুর রহমান কাঞ্চন, করিমগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দীন ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আফিউদ্দিন আকন্দ, সাংবাদিক আশরাফুল ইসলাম তুষার, করিমগঞ্জ পৌর কৃষকলীগের যুগ্ন আহবায়ক আনিসুর রহমান টুকু, জাফরাবাদ ইউপি কৃষকলীগের আহবায়ক বুলবুল আহমেদ, যুগ্ন আহবায়ক মো: কবির, কাদিরজংগল ইউপি কৃষকলীগের সভাপতি সুমন আহমেদ, বৌলাই ইউপি কৃষকলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আজহার, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ’র পিএস রাহুল আমিন রাহুল।

মির্জাপুর (টাঙ্গাইল):
উপমহাদেশের প্রচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী সারাদেশের মতো টাঙ্গাইলের মির্জাপুরে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কেক কাটা, দোয়া, বঙ্গবন্ধুর স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা আয়োজনে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বুধবার (২৩ জুন) সকালে পৌর সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। এরপর উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ। এছাড়াও উপজেলা আ.লীগের সহ-সভাপতি খন্দকার আব্বাস বিন হাকিম, দুই সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মাজহারুল ইসলাম শিপলু, দফতর সম্পাদক জহিরুল হক, যুব ও ক্রীড়া সম্পাদক মাহবুব আলম ফিরুজ, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ আলম মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, সম্পাদক আমিনুর রহমান আকন্দ, কৃষকলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, যুগ্ম-আহ্বায়ক আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি মোবারক হোসেন, সম্পাদক মারুফ হোসেনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা হয়। পরে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে দিবসের নানা আনুষ্ঠানিকতার সমাপ্ত ঘটে।

শাজাহানপুর (বগুড়া): 
বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও কেক কর্তন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালিত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তালেবুল ইসলাম তালেবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক মাষ্টার, জহুরুল ইসলাম, আব্দুল হামিদ চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা, ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্যা, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ বাচ্চু, নেছার উদ্দিন, গাজিউল হক, খোরশেদ আলম, ইউনুছ, জলিল উদ্দিন দুদু, মেহেদি হাসান বাবু, জাহাঙ্গীর আলম মন্টু, রবিউল ইসলাম, সানাউল হক, কৃষকলীগ সভাপতি আবুল কালাম আজাদ ঠান্ডা, সহ-সভাপতি আব্দুস ছাত্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিয়াউল হক জুয়েল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজিবুল ইসলাম রঞ্জু, মিন্টু মিয়া, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আল আমিন, আলহাজ্ব ইমরান হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন, আব্দুল মতিন মেম্বার, বুলবুল আহমেদ প্রমূখ।

নেছারাবাদ (পিরোজপুর):
পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠিতে) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন যুগ্ম সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার, আওয়ামী লীগ নেতা কাজী সাইফুদ্দিন তৈমুর, জাহীদুল ইসলাম বিপ্লব প্রমূখ। 

কুড়িগ্রাম:
কুড়িগ্রামে করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্য্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জুসহ অন্যান্য নেতারা। আলোচনা শেষে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও করোনা সচেতনতার উপর ক্যাম্পেইন করা হয়।

নীলফামারী:
নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। বুধবার (২৩ জুন) সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ এবং সাধারণ সম্পাদক এ্যাড.মমতাজুল হক। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা তাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড.জামিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, প্রচার সম্পাদক সাংবাদিক আল-আমিন, জেলা যুব মহিলালীগের সভাপতি ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী, পৌর আওয়ামী লীগের সভাপতি মুশফিকুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারণ সম্পাদক মাসুদ সরকার সহ অন্যান্য নেতা-কর্মী। শ্রদ্ধা নিবেদন শেষে সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়।

কালকিন (মাদারীপুর):
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকীর, দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে কালকিনি উপজেলা ও পৌর আওয়ামী লীগ। এ উপলক্ষে বুধবার সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য  অর্পণ, বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আওলাদ হোসেন এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. লোকমান হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান গোলাপ। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (৩৪১) ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা তাহমিনা বেগম, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন। আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল বশার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা ভাইর্স চেয়ারম্যান সহিদুল সরদার ,কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ সহ কৃষকলীগ, আওয়ামী যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের ফুলবাড়ীতে নানা আয়োজনে উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বুধবার (২৩ জুন) সকাল ১০টায় পোদ্দার মার্কেটের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে, পরে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া, শামসুল হুদা বন্ধন প্রমূখ। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু সহ দেশের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালিত হয়।

ঝিনাইদহ:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ প্রতিষ্ঠার ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা পাটি অফিসের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্যদান, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারীর এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মশিউর রহমান জোয়ার্দারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সিনিয়র আ.লীগ নেতা আজগর আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাজেদুল ইসলাম টানু মল্লিক, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও তাহেরহুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল আলম। এছাড়া জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুল হক জুয়েল, সাবেক ছাত্র নেতা রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী ও দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি ও অগ্রগতি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

চরফ্যাশন (ভোলা):
চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন আখন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, প্রচার সম্পাদক অধ্যক্ষ আহম্মদ উল্যাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ উপস্থিত ছিলেন।

ধর্মপাশা (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম নাজিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আব্দুল হাই তালুকদার, ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেন, দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম দিদার, সেলবরষ ইউপি আওয়ামী লীগের সভাপতি শাহ আলাউদ্দিন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির, পাইকুরাটি ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, উপজেলা  স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি এমএমএ রেজা পহেল, সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর, শাকিল আহমেদ খান, ছাত্রলীগ নেতা তাসিনুল হক রাফি প্রমুখ। পরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু মোড়ে বৃক্ষরোপন করা হয়। অপরদিকে বিকেল তিনটায় উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে কেক কাটেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন।

দীঘিনালা (খাগড়াছড়ি): 
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ গৌরব, ঐতিহ্য ও সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। বুধবার (২৩জুন) সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ মাহফিল, মোনাজাত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) জাহাঙ্গীর আলম রাজু’র সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি (প্রস্তাবিত) মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ফরাজি, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল, উপজেলা যুবলীগের সভাপতি মোজাফফর হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম লাকী প্রমূখ। পরে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

ফেনী (সদর): 
ফেনীতে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা জয়েছে। বুধবার সকালে শহরের পুরাতন কারাগার সংলগ্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতা-কর্মীরা। এ সময় জেলা আ.লীগের সভাপতি পিপি হাফেজ আহম্মেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও দলের জেলা সহ-সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, পৌরসভার মেয়র ও দলের পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, সাংগঠনিক সম্পাদক ও জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন, সদর উপজেলা আ.লীগের সভাপতি করিম উল্লাহ বিকম ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল উপস্থিত ছিলেন। পরে কলেজ রোডের দলের অস্থায়ী কার্যালয়ে দোয়া মোনাজাত করা হয়। মোনজাত পরিচালনা করেন বড় মসজিদের খতিব মাওলানা মো. সাইফুল্লাহ।

কচুয়া (চাঁদপুর):
চাঁদপুরের কচুয়ায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে পৌর ভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যূরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এদিকে কচুয়ার নলুয়া গ্রামে চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আবদুল মোতালেবের উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ইঞ্জিনিয়ার মো. আবদুল মোতালেব, শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি নাছির উদ্দিন প্রধান প্রমূখ।  

কলারোয়া (সাতক্ষীরা):
সাতক্ষীরার কলারোয়ায় দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (২৩ জুন) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসের প্রার্দূভাবে স্বল্প পরিসরে উপজেলা আ.লীগ কার্যালয়ে সকাল ৯ টায় অনুষ্ঠিত সভায় পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।  
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, মাস্টার হাফিজুর রহমান প্রমূখ। এ সময় পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ফারহানা হোসেন, মহিলা আ.লীগ নেত্রী কাজল খাতুন, আ.লীগ নেতা সাহেব আলী, আবু বক্কর ছিদ্দিক লাভলু, আনছার আলী, আব্দুর রউফ, আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা গোলাম সরোয়ার, সাহিদুজ্জামান সাহিদ, ছাত্রলীগ নেতা ফাহিম হোসেন, মাহফুজ হোসেন সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

কাউনিয়া (রংপুর): 
বুধবার রংপুরের কাউনিয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগ বালাপাড়া ইউনিয়ন শাখার আয়োজনে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনাছার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল ইসলাম সেলিম প্রভাষক আব্দুল জলিল, যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক  সম্পাদক জমশের আলী, আইন বিষয়ক সম্পাদক আবু মোহাসিন ফেরদৌস হীরা, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলদার আলী, টেপামধুপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, বাংলাদেশ কৃষকলীগের বালাপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবু তাহের প্রমূখ। 

শরীয়তপুর:
শরীয়তপুরের নড়িয়ায় কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকাল ৫টায় নড়িয়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী অডিটরিয়াম, এনপিআইতে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়া সদস্য, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ ও ৭১ ফাউন্ডেশনের সভাপতি ডাঃ খালেদ শওকত আলী। বঙ্গবন্ধু গবেষণা পরিষদ নড়িয়া উপজেলার সভাপতি আব্দুর রহমান ঢালীর সভাপতিত্বে এসময় উপস্থিত জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড.ফিরুজ আহমেদ, শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাড.পারভেজ রহমান জন, বীর মুক্তিযোদ্ধা বিএম জাহেদ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম সরকার, জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন হাওলাদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাহাড়, নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক মোঃ কামাল হোসেন মৃধা, সদস্য জাহাঙ্গীর হোসেন সৈয়াল, ডিঙ্গামানিক ইউনিয়নের যুবলীগের সভাপতি সেলিম সিকদার, শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন প্রমূখ।

সাদুল্লাপুর (গাইবান্ধা): 
গাইবান্ধার সাদুল্লাপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পাবলিক লাইব্রেরি চত্বরে ২৩ জুন দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে পৃথকভাবে পালিত হয়। এ সময় উভয় কর্মসূচিতে সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ৯.১৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া। ৯.৩০ মিনিটে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার। বিকাল ৩ টায় দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে কেক কেটে শোভা যাত্রা শেষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের কার্য্যালয়ের শহীদ মিনার চত্বরে ভারপ্রাপ্ত সভাপতি অবসর প্রাপ্ত অধ্যক্ষ জাকারিয়া খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃউম্মে কুলসুম স্মৃতি। এ সময় দলীয় কার্য্যালয়ে কেকে কাটার পর একটি আনন্দ র‍্যালি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনারে আলোচনায় মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বনও পরিবেশ বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতা কর্মীরা। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহরিয়ার খাঁন বিপ্লব এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহ সভাপতি আবদুল জলিল জিল্লুর খন্দকার, সাংগঠনিক মিন্টু, এসটি রুহুল আমিনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। এছাড়াও সাদুল্লাপুরের বিভিন্ন ইউনিয়নে আলাদাভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

ছাগলনাইয়া (ফেনী): 
ফেনীর ছাগলনাইয়ায় সংগ্রাম, ঐতিহ্য ও অর্জনের পথচলায় বুধবার (২৩ জুন) বেলা ২টায় উপজেলা আ.লীগের কার্যালয়ে উপজেলা আ.লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল কেক কেটে আ.লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন। উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব'র সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর আ.লীগের সভাপতি ও পৌর মেয়র এম. মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক আবদুল বাকী চৌধুরী শিমুলসহ আ.লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী। শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মহেশখালী উপজেলা:

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো মহেশখালী উপজেলা আওয়ামী লীগ। ২৩জুন বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক এমপি। সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।


এছাড়াও বিভিন্ন জেলা উপজেলায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে আওয়ামী লীগ। 

 

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত